বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২


একবিংশ শতাব্দীর সভ্যতার মহা কলঙ্ক গুয়ান্তানামো বন্দি শিবির। যেখানে বিনা বিচারে আটকে রাখা বন্দীদের ওপর মার্কিনীদের নির্যাতনের চিত্র বর্ণনার কোন ভাষা হয়তো খুজে পাওয়া যাবে না। আর সেই আমেরিকা মানবতার দোহাই দেয়, গণতন্ত্রের কথা বলে আরো কত শত মিথ্যেকে সত্যের ভেক বেশে উপস্থাপন করে বিশ্ববাসীর সামনে। আর আশ্চর্যের বিষয় বিশ্বের বহু দেশ সেই মার্কিনীদের কথায় ওটে বসে, তাদেরকে সমর্থন জানায়। মার্কিনীরা তৃতীয় বিশ্বের দেশগুলোতে মানবাধিকার লংঘনের কথা যখন বলে তখন তাদের কি লজ্জা লাগে না- যে একথা অন্তত তাদের মুখে মানায় না যারা গুয়ান্তানামের মতো পৃথিবীতে একটি নিষ্ঠুর কলঙ্ক তৈরী করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ