বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

সিমান্তে ভারতীয় নির্যাতন ও হত্যার জন্য ৭৫ পরবর্তী সরকারগুলো দায়ী



সিমান্তে বাংলাদেশীকে নির্যাতনের ছবি দেখে পাকিস্তানি হায়নার কথা মনে পড়ছে। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী বলতে সাহস পান বাংলাদেশের সিমান্তে দাড়িয়ে আছে পাকিস্তান!! কিন্তু ৭১-এর বন্ধু রাষ্ট্র ভারত কেন আজ শত্রু হয়ে গেল তা জানার সময় এসেছে।


৭৫ পরবর্তী সরকারগুলো পাকিস্তানের পরামর্শে শক্তিশালী ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমাদের গোটা জাতির অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন।


৭৫ পরবর্তী সরকারগুলোর ব্যার্থতার জন্য ভারত তাঁদের সাথে কোন পানি চুক্তি করতে রাজী হয়নি। এক ফোঁটা পানি আনতে পারেনি। তাঁদের আচরন বন্ধুরাষ্ট্র ভারতকে শত্রুতে পরিনত করেছে। ফলে ভারত সিমান্তে কাঁটাতাঁরের বেড়া দিয়েছে। ফারাক্কা সহ সব নদীর পানি বন্ধ করে দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিনত করেছে।


৭৫ পরবর্তী সরকারগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিদ্রোহীদের ইন্ধন দিয়ে পাকিস্তানের আইএসআই এর সাথে সহযোগিতা করায় আমাদের জন্য আজ তা কাল হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র যার প্রমান।


ভারতের বিরুদ্ধে কথা শুনলে আমাদের দেশের কিছু মূর্খের শরীরে উত্তেজনা আসে এতে কিছুসংখ্যক অপরিনামদর্শী মূর্খ রাজনীতিকদের ফয়দা হয়। এরাই আজও পাকিস্তানিদের কুমন্ত্রনা শুনে হিন্দু রাষ্ট্র ভারতকে বিভিন্ন ভাবে ক্ষেপিয়ে তুলে আমাদের পানি আনার পথ বন্ধ করে রেখেছে। এদের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষকে ভারত বিরোধী গরম কথা বলে উত্তেজিত করে ফায়দা লুটা।


৭৫-এর পর পাকিস্তান প্রেমিকরা ক্ষমতায় না থাকলে আজকে বাংলাদেশ পানির অভাবে মরুভুমি হত না! সিমান্তে কাঁটাতাঁরের বেড়া থাকত না! সিমান্তে নিরীহ বাংলাদেশী ব্যাবসায়ী, কৃষক নির্যাতন, হত্যা হত না।


এসবই ৭৫ এর পর পাকিস্তানি দালালদের বাংলাদেশের ক্ষমতায় থাকার ফসল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ