বুধবার, ১১ জানুয়ারী, ২০১২

ইরানের বিজ্ঞানী হত্যা : মার্কিন সাংবাদিকের চাঞ্চল্যকর তথ্য


ইরানের বিজ্ঞানী মোস্তফা আহমাদ রোশান হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মার্কিন সাংবাদিক ও ব্লগার রিচার্ড সিলভারস্টেইন। তিনি জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে ইসরাইলের গুপ্তরচর সংস্থা মোসাদ এবং ইরানের বিপ্লববিরোধ গোষ্ঠী মুজাহিদিন-ই খালক জড়িত রয়েছে। ইহুদিবাদী ইসরাইলের একটি সূত্রের বরাত দিয়ে সিলভারস্টেইন এ কথা বলেছেন। 

আজ সকালে ইরানের আল্লামা তাবাতাবায়ী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও নাতাঞ্জ পরমাণু কেন্দ্রের মার্কেটিং ডেপুটি মোস্তফা আহমাদি রোশান বোমা হামলায় নিহত হয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে ইরানের আরো কয়েকজন পরমাণু বিজ্ঞানী হতাহতের শিকার হয়েছেন। ২০১০ সালের ২৯ নভেম্বর অজ্ঞাত সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছিলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাজিদ শাহরিয়ারি। আর সামান্যের জন্য বেঁচে যান ইরানের আণবিক শক্তি কমিশনের বর্তমান প্রধান ড. ফেরেইদুন আব্বাসি। ২০১০ সালের জানুয়ারি মাসে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছিলেন ইরানের আরেক খ্যাতিমান বিজ্ঞানী অধ্যাপক মাসুদ আলী মোহাম্মাদি। পরে ওই বছরের ডিসেম্বর মাসে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় তথ্য-প্রমাণসহ ঘোষণা করেছিল- এসব হামলার সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদ, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-সিক্স জড়িত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ