সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

খ্রিস্টানরা মুশরীক নয়

ওরা মুশরিক হইলে কোরানে ওদের বেহেশত নিশ্চিত করা হইতো না

তিনবার কোরানে এইসব আয়াত লেখা হইছে, ক্রিশ্চিয়ানরা যারা আমল করে ও ভাল কাজ করে ওদের বেহেশত নিশ্চিত

"Verily! Those who believe and those who are Jews and Christians, and Sabians, ... whoever believes in Allāh and the Last Day and do righteous good deeds shall have their reward with their Lord, on them shall be no fear, nor shall they grieve ." Quran 2:62

"Those who believe (in the Qur'an) those who follow the Jewish (Scriptures) and the Sabians and the Christians―any who believe in Allāh and the Last Day, and work righteousness―on them shall be no fear, nor shall they grieve." Quran 5:69

"Verily, those who believe, and those who are Jews, and the Sabians, and the Christians, and the Majus, and those who worship others besides Allāh, truly, Allāh will judge between them on the Day of Resurrection. Verily! Allāh is Witness over all things." Quran 22:17


এখন নিশ্চয়ই ত্যানা পেচাইতে আইবে এই বইলা যে রসুলের টাইমের খ্রিস্টান আর আইজকার যুগের খ্রিস্টান এক না, তাইলে সেযুগের আর এযুগের ইহুদীরা কি এক?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ