সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

নিঃশব্দ আনাগোনা

চক্র-প্রত্যাবর্তন এই যন্ত্রক্লিষ্ট শহরে
ভুলে থাকা স্মৃতিপাঠ্য চোখের গলন,
ছুটন্ত আধুনিক রেসে নিষিদ্ধ খালি পা
মাটির আদর ভুলে গেছে নাগরিক।
বিভ্রান্ত শিশির হারিয়েছে ঠিকানা
ঘাসফুল জেগে আছে পিঠে নিয়ে কংক্রিট,
দেয়ালের বন্দীত্বে আকাশের বিলাপ
অশ্রু গড়িয়ে পড়ে কাঁচপাত্রের গায়ে।
নেশাঘরে ধোঁয়ার কুণ্ডলী
ঘোলাটে দৃষ্টিতে ধূসর স্বপ্নের ঘোর,
চন্দ্রভূক নিয়ন আলো, সমান্তরাল-
রাজপথে পেতে রাখে মোহের প্রমোদ;
বিজন গলির মুখে বারবনিতার ফিসফাস
অন্ধ রাতের চোখে নর্তকীমোহ,
শ্রান্তির খোঁজে বেড়ে চলে ক্লান্তিদাহ
বিষে বুক জ্বলে, চোখ জ্বলে হতাশায়;
মুক্তির খোঁজে ঘুরেঘুরে বাড়ছে শৃঙ্খল,
এখানে চিকিৎসালয়ে পঙ্গুত্বের চাষবাস
নিঃশব্দে মৃত্যুর আনাগোনা অহরহ,
জীবন আর যাপনের দাম ব্যস্তানুপাতিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ