মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১২

জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে এত অপ্রত্যাশিত ঘটনার পেছনে।

জা বি বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় এ ক্যাম্পাসের সকল রাজনীতি শুধুমাত্র এ ক্যাম্পাসের গন্ডীর মধ্যেই সীমাবদ্ধ থাকে। ছাত্র সংখ্যা কম হ্ওয়াতে এ ক্যাম্পাসের ছাত্রদের মধ্যে পারস্পারকি সম্পর্ক ও আন্তরিকতা অন্য যে কোন ক্যাম্পাসের চেয়ে বেশি। কিত্নু তার পরও এ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি তে যে লেমহর্ষক সংঘর্ষ ও নৃশংসতা বার বার আমরা প্রত্যক্ষ করেছি তা পাশবিকতাকেও হার মানায়। বিগত তিন বছরে এ পরিস্থিতি আরো ভয়াবহ হয়। 

এর পেছনে মুল কারন হল আমাদের ক্যাম্পাসের ছাত্রলীগের নেতারা যতটা না রাজনীতি করেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন( বিশেষ করে আমাদের ভি সি) তারচেয়ে বেশি রাজনীতি করেন। তিনি ক্যাম্পাসে তার কর্তৃত্ব ধরে রাখার জন্যই এ সরকারের সুরু থেকে এ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কে সুস্থ অবস্থায় থাকতে দেয়নি। ভি সি ছাত্রদের নিয়ে রাজনীতি করছেন, বিশেষ করে ছাত্রলীগ নামধারী সন্ত্রসীদের দিয়ে তার কর্তৃত্বের রাজনীতি করে যাচ্ছেন। তাই যখন তিনি দেখেছেন তার পছন্দের ক্যাডার রা কমিটিতে পোষ্ট পায়নি তখনই প্রশাসন পুলিশের সহায়তাই সে সকল ছাত্রলীগ নেতাদের ক্যাম্পাস থেকে মেরে বের করে দিয়েছে। 

বাইরে থাকা নেতারা বার বার ক্যাম্পাসে আসতে চাইলেও ভি সি বিভিন্নভাবে তাদের কে প্রতিহত করেছে। এমনকি ভি সি যাদের দিয়ে ক্যম্পাস দখলে রেখেছে তারাও বার বার নতুন কমিটি দিতে চাইলে ভি সি বিভিন্নভাবে তা বিলম্বিত করেছে এবং হতে দেয়নি। তিনি চাইছেন এমন কিছু ক্যাডার পুশতে যারা শুধু কথা শুনবে কিন্তু কথা বলতে পারবে না। যদি কেউ কথা বলতে শিখে তাহলে তাকে কম্পাস থেকে বের করার ব্যাবস্থা করেন। আর কেউ যেন কথা বলতে না শিখে সে জন্য তিনি সব সময় সচেষ্ট থাকের। এ কারনে ছাত্রলীগের এ সকল সন্ত্রসীরা ভি সি র বিরোধীত ছাড়া যা ইচ্ছা তাই করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ