বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন জানিয়েছেন,ভারতীয়
সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে এক বাংলাদেশী নাগরিক নির্যাতনের ঘটনায়
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ পাঠানো হয়েছে। তিনি দাবি করেন,
‘বাংলাদেশ সরকারের প্রতিবাদের পরিপ্রেক্ষিতেই এ ঘটনার সঙ্গে জড়িত আট
জওয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ‘বাংলাদেশে তরুণ সমাজের মাদকাশক্তি প্রতিরোধ' বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে কোনো দুঃখ প্রকাশ করা হয়েছে কি না সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন জবাব দেননি।
কথা হচ্ছে-সরকার যদি আগেই প্রতিবাদ জানিয়ে থাকে তাহলে তা মিডিয়ায় এল না কেন? কেন ভারত এতদিনেও দুঃখ প্রকাশ করল না?
এই সাহারা খাতুনই ফেলানী হত্যার পর বলেছিলেন, 'ফেলানী বাংলাদেশী নাগরিক নয়। তারপরও সরকার তার প্রতি সহানুভূতি দেখিয়েছে।'
যিনি ফেলানীকে বাংলাদেশী নাগরিক বলে স্বীকৃতি দেননি তার কথা কি বিশ্বাসযোগ্য?
আজ (বৃহস্পতিবার) দুপুরে ‘বাংলাদেশে তরুণ সমাজের মাদকাশক্তি প্রতিরোধ' বিষয়ক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে কোনো দুঃখ প্রকাশ করা হয়েছে কি না সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন জবাব দেননি।
কথা হচ্ছে-সরকার যদি আগেই প্রতিবাদ জানিয়ে থাকে তাহলে তা মিডিয়ায় এল না কেন? কেন ভারত এতদিনেও দুঃখ প্রকাশ করল না?
এই সাহারা খাতুনই ফেলানী হত্যার পর বলেছিলেন, 'ফেলানী বাংলাদেশী নাগরিক নয়। তারপরও সরকার তার প্রতি সহানুভূতি দেখিয়েছে।'
যিনি ফেলানীকে বাংলাদেশী নাগরিক বলে স্বীকৃতি দেননি তার কথা কি বিশ্বাসযোগ্য?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন