গল্প : সতীন
বাবা বললো,প্রশ্ন কমন পরলেই তুই পেয়ে যাবি।
তারপরও চিন্তা হচ্ছে। কিছুক্ষন পরে বেল বাজানো হলো। আমরা কেন্দ্রের মধ্যে প্রবেশ করলাম। কক্ষে প্রবেশ করে নিজের আসনে বসে খোদাকে স্বরণ করলাম।
পরিক্ষা শুরু হলো মোটামুটি ভালো দিলাম
কয়েকটা অংক নিয়ে সমস্যা হলেও অন্য গুলো ভালোই দিলাম।
পরিক্ষা শেষ আমি বাহিরে বেরিয়ে এলাম। বাবা দাঁড়িয়ে আছে। বাবা আমাকে দেখে পরিক্ষা কেমন দিলাম সেটা জিগ্যেস করলো।
তারপর তিনি হিসেব করলেন মোটামুটি সত্তুর নম্বেরর মত আমার সঠিক হয়েছে।
বাবা বললেন চিন্তা নেই মা তুই টিকতে পারবি।
আমরা বাড়িতে ফিরতেই কোনো এক মহিলা বললো,কত ঢং দেখবো তালাকি মেয়েকে নিয়ে বাপে কেমন শুরু করে দিয়েছে বাবা আমাকে বললেন,শক্ত হয়ে থাক মা।
এর যোগ্য জবাব একদিন আমরা দেবোই।
বাবার চোখে দেখলাম খুশির রেখা। বাবা মহিলাকে কিছুই বললেন না।
বাবা আর আমি আসলাম। বাড়িতে এসে শুয়ে আছি মাথাটা ঝিম ঝিম করতেছে।
ভাই আমার পাশে বসে পরিক্ষার খবর নিচ্ছে।
মা ভাইকে বললো পরে শুনিস এখন যা।ও একটু আরাম করুক।
আমার ডিভোর্সের পর থেকেই বাবা মা আমার প্রতি বেশি খেয়াল রাখছেন বাবা আরও বেশি
একমাস পর রেজাল্ট হলো বাবা আমার রোল নিয়ে বাজারে কম্পিউটারের দোকানে গেলেন গিয়ে দেখলেন আমি রিটার্ন পরিক্ষায়
টিকে গেছি। ভাইবা পরিক্ষার কার্ড পেয়েছি।
বাবা বাড়িতে এসে আমাকে বললেন,মারে তোর ফলাফল ভালো তুই ভাইবা পরিক্ষার সুযোগ পেয়েছিস।
বাবার মুখে কথাটা শুনে মা পাশে থেকে দুই হাত তুলে খোদার কাছে প্রার্থনা করলেন বললেন,আল্লাহ আমার ডিভোর্সি মেয়েটার পাশে তুমি নিজেই থেকো মাবুদ সে যেনো
চাকরিটা পেয়ে যায় বলে হুহু করে কেদে দিলেন।
বাবা মাকে বললো, কেঁদোনা সকল কান্নার সমাধান করার চেষ্টাই করতেছি আল্লাহ চাহে তো আমার মেয়ে সফল হবেই।
সমাজকে দেখাবো আমার মেয়ে একজন যোগ্য মেয়ে।
অন্য দের মত ভেঙে পরার মানুষ আমার মেয়ে নয়।
সবাই জানবে বাবা মা পাশে থাকলে ছেলে মেয়ের জীবন কখনো নষ্ট হয় না।
বাবা আমার কাঁধে হাত রেখে বললো,
তুই আমার সম্মান রক্ষা কর মা।
কয়েকদিন পর আমার ভাইবা পরিক্ষার তারিখ মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হলো।
ভাইবার জন্য খুব ভালো করে প্রস্তুতি নিচ্ছি যেনো ভালো ভাবে দিতে পারি।
একদিন ভাইয়ের সাথে বাজারে গিয়েছি হঠাৎ সে আমার সামনে আসলো।
বুঝতেছিনা বার বার কেনো এই মানুষটা আমার সামনে পরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন