মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

গল্প: সতীন লেখা : ফিলিপ সরকার। পর্ব : ১৭

 গল্প: সতীন

লেখা : ফিলিপ সরকার।
পর্ব : ১৭


দু'দিন চলে গেলো আজকে পরিক্ষার দিন। মা আমার জন্য খাবার তৈরি করতেছে।

বাবা আমার প্রয়োজনীয় সব কাগজপত্র ব্যাগের ভেতর নিচ্ছে।

আমার খুব চিন্তা হচ্ছে জানিনা আজকে কি হবে কপাল ভালো থাকলে অবশ্যই হবে না হলে কিছু করার নেই। তারপর মা আমাদের জন্য খাবার নিয়ে আসলো।আজ আমার চিন্তায় খাবারের রুচি পালিয়েছে। মা আমাকে জোর করে খাইয়ে দিলেন। কোন রকমে খেয়ে
বাবার সাথে বেরিয়ে পরলাম।

বাবা আমাকে বুঝিয়ে দিচ্ছে কেমনে কি করতে হবে। আমি সেগুলো খুব মনোযোগ সহকারে শুনতেছি।

পরিক্ষার সেন্টারে আসলাম অনেক লোকের ভির। রিটার্ন পরিক্ষাও অনেক ছেলে মেয়ে টিকে গেছে। সবার মুখে চিন্তার ছাপ কেউ জানেনা কার কপালে কি আছে।

বাবা আমার কাঁধে হাত রেখে বললো,মা চিন্তা করিস না যা হওয়ার হবে।

একে একে অনেকেই ভাইবা বোর্ড থেকে বেরিয়ে আসছে।

আমাকেও ডাকা হলো আমি যাওয়ার আগে ভয়ে ভয়ে বাবার দিকে তাকালাম বাবা মাথায় হাত দিয়ে বললো, যা মা ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।

ভাইবা বোর্ডে গেলাম তিনজন লোক বসে আছে।

তারা আমাকে প্রশ্ন করলো। আমি সেগুলোর উত্তর দিতে লাগলাম।

তারা আমাকে আসতে বললো।আমি বেরিয়ে এসে হাফ ছেড়ে বাচলাম।

বাইরে বাবা দাঁড়িয়ে আছে বাবা আমার হাত থেকে কাগজগুলো নিয়ে জিগ্যেস করলো কেমন দিলাম।

বললাম, মোটামুটি ভালোই দিয়েছি।

বাবার সাথে বাড়িতে আসলাম।এসে দেখি একজন লোক বসে আছে।

আমরা যাওয়া মাত্রই মা বলে উঠলো, এই যে আমাদের মেয়ে। সায়মা এদিকে আয়তো মা।

আমি মায়ের কথা শুনে তার কাছে গেলাম তিনি আমাকে দেখলেন।

পরে তিনি যাওয়ার পর শুনলাম লোকটা নাকি ঘটক।

মা বললো ভালো একটা ছেলের সন্ধান তিনি নাকি মাকে দিয়েছেন।

আমি বললাম, মা আমার এ মূহুর্তে বিয়ে সাদির কোন চিন্তা ভাবনা নাই।

বাবাও আমার পক্ষ নিয়ে বললো,আমি চাইনা আবার কোন জানোয়ারের হাতে আমার মেয়ে পরুক।

মা চুপ করে থাকলেন।বাবা বললো,আমার চাকরি করবে তারপর আমি নিজ হাতে ওর একটা ভালো ছেলের সাথে বিয়ে দেবো।

মা বললো, তারপরও যদি ঘটকের দেওয়া ঠিকানা টা একটা বার দেখতে।

বাবা মায়ের কথায় কিছুতেই রাজি হলোনা।

বাবা মায়ের সাথে কথা কাটাকাটি করতেছে।

আমি তাদের থামিয়ে দিয়ে বললাম তোমরা কি শুরু করলে।

মাত্র ক্লান্ত হয়ে ফিরলাম আর তোমরা কি শুরু করলে?

আমার কথায় মা চুপ করলো। বাবা আর আমি বসে আছি।

মা খাবার নিয়ে আসলো আমরা খেলাম।

চলবে,,,?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ