গল্প:সতীন
লেখা : ফিলিপ সরকার
পর্ব : ১০
।
বাবা তুমি আমাকে আশার আলো দেখিয়েছো
সেই লক্ষে তুমি তোমার ইচ্ছে মত আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছো। বাবা তুমিই আমার চোখে সেরা
সবাই আমার কথা শুনে নিস্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আছে।
কেউ বলছে, সত্যি আমরা তোকে চিনতে পারিনি। তুই যদি খারাপ হতিস তবে অনেক আগেই তুই অন্যায় কিছু করতে পারতিস।
বাবা সবার সামনে আমার মাথায় চুমো খেয়ে
বুক ফুলিয়ে বললো,আমি মেয়েকে সেই শিক্ষা দেইনি যে সে আমার মুখে চুন কালি লাগাবে।
একে একে সবাই চলে গেলো। বাবা মা দুজনের চোখে পানি।
তাদের বললাম,তোমরা কাঁদছ কেন।
বাবা বললো,একদিন বলছিলাম না মা যারা তোকে ঘৃণা করতেছে একদিন তারাই তোর প্রসংশা করবে।
বাবার কথা শুনে মা আচল দিয়ে তার চোখ মুছলেন।
রাত হয়ে গেলো আমার রুমে ভাই আর আমি বসে গল্প করতেছি।
কথা প্রসঙ্গে ভাই বললো,আপু তুই আর বিয়ে করবি না?
হেসে দিয়ে বললাম,কেন ভাই আমাকে তাড়াতে এতো ব্যস্ত হয়েছিস কেন!
ভাই আমতা আমতা করে বললো, এভাবে কেন বলছিস আপু তুই! তোকে খুব ভালোবাসি আমি।
ওর মুখের দিকে তাকালাম দেখলাম অভিমানে ছোট্ট ছেলেটার মুখটা ছেয়ে গেছে।
ভাইকে কাছে টেনে নিয়ে বললাম মনখারাপ করলি কেন।আমাকে তুই ভালোবাসিস তাহলে মন খারাপ করিস কেন ভাই।
ভাই বললো,তোর বিয়ে হলেও আমি তোকে যেতে দেবো না দেখিস।
মা এসে বললো,ভাইবোন গল্প ছাড়ো এবার এসে খেয়ে যাও।
খেয়ে দেয়ে শুয়ে পরলাম। আজ আর খুশিতে চোখে ঘুম আসছে না।
সবচেয়ে ভালো লাগতেছে প্রতিবেশীদের আমাকে নিয়ে প্রশংসা।
আজ মনে হলো জীবন থেকে আমার একটা কালো ছায়া নেমে গেছে।
সকাল হলো বাবার রুমে গেলাম দেখি বাবা শুয়ে আছে। একটু শরীরে টোকা দিতেই বাবা
জেগে গেলো।
বললো, কিরে মা এতো সকালে জেগে গেলি আবার আমাকেও জাগালি যে?
হেসে উঠে বাবাকে বললাম,তোমাকে সকালে উঠেই খুব দেখতে ইচ্ছে হচ্ছিলো বাবা।
বাবা হেসে উঠে বললো,তা এই বুড়ো ছেলেটাকে এতো দেখার কি আছে মা হুম?
মা বললো, অনেকদিন পর তোকে এতো খুশি দেখলাম। তুই এরকমেই থাক মা।
কথা বলতে বলতে বাবার মোবাইলটা বেজে উঠলো।
বাবা কল রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে উঠলো, আপনার মেয়ে কে ছেলে পক্ষ দেখতে যাবে।
বাবা বললো, কে আপনি? ওপাশ থেকে লোকটা বললো, আমি ঘটক।
বাবা তাকে আসতে নিষেধ করলো। আর ফোনটা কেটে দিলো।
বাবা মাকে বললো, আমি ওর বিয়ে আরও কিছু দিন পরে দিবো এখন না।
আগে ওর চাকরির রেজাল্ট দেখি তারপর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন