আকাশের বিশালতায় ক্ষান্ত হয়ে হয়ে
আকাশ হতে হয়
বাতাসের নিরন্তন ছুটে চলা দেখতে দেখতে
বাতাস হতে হয়
আকাশ বাতাস মুখ থুবড়ে গেছে
অজানা কোন এক বিশালতায়।
আকাশের বিশালতায় ক্ষান্ত হয়ে হয়ে
আকাশ হতে হয়
বাতাসের নিরন্তন ছুটে চলা দেখতে দেখতে
বাতাস হতে হয়
আকাশ বাতাস মুখ থুবড়ে গেছে
অজানা কোন এক বিশালতায়।
আকাশ হতে হয়
বাতাসের নিরন্তন ছুটে চলা দেখতে দেখতে
বাতাস হতে হয়
আকাশ বাতাস মুখ থুবড়ে গেছে
অজানা কোন এক বিশালতায়।
আকাশের বিশালতায় ক্ষান্ত হয়ে হয়ে
আকাশ হতে হয়
বাতাসের নিরন্তন ছুটে চলা দেখতে দেখতে
বাতাস হতে হয়
আকাশ বাতাস মুখ থুবড়ে গেছে
অজানা কোন এক বিশালতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন