সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

শিক্ষা প্রতিস্ঠানে দল ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা হোক।

শিক্ষা প্রতিস্ঠানে দল ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। 
ছাত্র সংসদ থাকবে। সেখানে সদস্য নি্বাচন হবে-
১| ক্লাসের উপস্থিতি, ২৫%, সবগুলো ক্লাস করলে ২৫% ফুল। 
২| বিভাগিয়(সহপাঠি ও শিক্ষক দ্বারা) মার্কিং, ২৫%। 
৩। পু্বের রেজাল্ট, ২৫%, অধ্যয়নরত সবচেয়ে ভাল রেজাল্টের জন্য ২৫% ফুল। 
৪। কলেজ ছাত্র ভোট ২৫%, সবচেয়ে বেশি ভোট যে পাবে তাকে ২৫% ধরা হবে; 
-এর ভিত্তিতে। 
যেসব ছাত্র ছাত্র-সংসদ সদস্য হতে চাবে, উপরের পদ্ধতিতে প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে পর্যায়ক্তমে উপর থেকে নিচের দিকে পদ পুর্ণ করা হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ