বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২

কে আছো সাহসী নারী সহযাত্রী হবে ?

আজ মুক্তির উল্লাসে ঘুরে মরি নীলিম আকাশে
কে আছো সাহসী নারী সহযাত্রী হবে ?
কি দু:সহ ব্যস্ততা আর ভয়ংকর অভিজ্ঞতার পাল্লা নিয়ে
কম্পমান হয়ে ছুটবে আমার পাশে!

মুগ্ধ হয়ে যাবে দেখে আমার রুপ।

জমাট অন্ধকার ভেদ করে আমাকে চিনতে আসবে
সবুজ সতেজ দিগন্ত দুধারী পথে।
আমি রয়েছি তোমার আবিস্কারের পথ চেয়ে।

প্রকৃতি আজ মেলেছে ডানা তোমার সাথে

প্রণয়ী মনের স্বপ্ন সে তো আমায় নিয়ে।
আশা ভালবাসা আর আদর নিয়ে পাশে
অবরিাম জেগে আছো স্বপ্নের ভাঁজে ভাঁজে।

আমার নিসঙ্গ জীবনের প্রতি ক্ষণে

যান্ত্রিকতায় পরিশ্রান্ত আবহণে।
তোমার স্পর্শ পেয়ে নতুন গাছের ডালে
কচি পাতার ছায়ায় হৃদয় দুটি অবিরত দুলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ