বুধবার, ১৪ মে, ২০১৪

অতিরিক্ত মুঠোফোন ব্যবহার ডেকে আনে ব্রেন ক্যানসার

নতুন এক গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোনের ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ব্রেন ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে৷ 

এই গবেষণায় দেখা যায় যারা দিনে অন্তত ১৫ ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করেন তাদের গ্লিওমা এবং মেনিনজিওমা টউমার হওয়ার আশঙ্কা সাধারনের তুলনায় অনেক বেশি হারে বৃদ্ধি পায়৷

যদিও গবেষকেরা ওখনও বুঝে উঠতে পারেননি যে মোবাইল ফোন ঠিক কিভাবে মানব মস্তিষ্কে প্রভাব ফেলে৷ এর জন্য আরও প্রশস্ত গবেষণা চলছে৷

সম্প্রতি এই গবেষণাটি অক্যুপেশনাল অ্যান্ড এনভারনমেন্টাল মেডিসিন নামক ব্রিটিশ জার্নালে প্রকাশিত হয়েছে৷

আত্মসমর্পণ করছেন তিন র‌্যাব কর্মকর্তা

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় সন্দেহভাজন বহুল আলোচিত তিন র‌্যাব কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করতে পারেন। এমনই আভাস দিয়েছেন তদন্তকারী সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর লগ এরিয়ায় নজরদারিতে থাকা তিন র‌্যাব কর্মকর্তার সামনে গ্রেফতার এড়ানোর একটিমাত্র পথ খোলা রয়েছে। সেটি হলো আদালতে আত্মসমর্পণ করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করার কোনো সুযোগ নেই। নিয়ম অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এলেই তাদের গ্রেফতার করতে হবে।

নারায়ণগঞ্জের আদালতে আজই এই তিন র‌্যাব কর্মকর্তা আত্মসমর্পণ করতে পারেন বলেও সূত্রটি আভাস দেয়। অবশ্য মঙ্গলবার রাতে কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আভাস দিয়ে বলেছিলেন-তিন র‌্যাব কর্মকর্তা আত্মসমর্পণ করবেন।

সন্দেহভাজন তিন কর্মকর্তা হলেন র‌্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের প্রধান লে. কমান্ডার এম এম রানা।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে সাতজনেরই মরদেহ।

পরে এ হত্যাকাণ্ডের সঙ্গে র‌্যাব-১১-এর জড়িত থাকার অভিযোগ উঠলে লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর আরিফ হোসেনকে অকালীন এবং লে. কমান্ডার এম এম রানাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। বর্তমানে তারা সশস্ত্র বাহিনীর লগ এরিয়ায় নজরদারীতে রয়েছেন।

নিজের ভিডিও দেখিয়ে স্বামীকে তাক লাগিয়ে দিয়ে ঘটলো উল্টো ঘটনা

গাড়ি চালানোর ভিডিও করে নিজের স্বামীকে তাক লাগিয়ে দেবেন ভেবেছিলেন এক মহিলা৷ কিন্তু তার এমন আশায় জল ঢেলে দিলেন স্বামী নিজেই৷ গাড়ি চালানোর অপরাধে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে ফেললেন৷ 

সৌদি আরবে মহিলাদের গাড়ি চালানোর উপর প্রতিবন্ধকতা রয়েছে৷ তাই স্বামীর মনে হয়েছে তার স্ত্রী দেশের আইনের লঙ্ঘন করেছেন এবং সামাজিক পরম্পরাও ভেঙেছেন, আর সে কারণেই তার এমন সিদ্ধান্ত৷

সৌদি আরবের পূর্ব প্রান্তের বাসিন্দা মহিলা তার স্বামীকে নিজের গাড়ি চালানোর ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছিলেন৷ না জানিয়ে স্ত্রীয়ের এমন পদক্ষেপ মেনে নিতে পারেনি স্বামী৷ ব্যাক্তির অভিযোগ তার স্ত্রী আইন ও সামাজিক নিয়ম লঙ্ঘন করেছেন৷

ওই ব্যাক্তি বিচারককে জানিয়েছন, ‘আমি এমন ভিডিও দেখার পর আমার স্ত্রীকে মারধোর করিনি৷ আমি ওকে শুধু বলেছি যেন এ আমার বাড়ি থেকে চলে যায় আর ডিভোর্সের কাগজপত্র তৈরি হওয়া পর্যন্ত যেন নিজের পরিবারের সঙ্গেই থাকে৷’

ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি সঙ্গীত শিল্পীর

‘আশিকি টু’ ছবির গান গেয়ে খ্যাতি পাওয়া শিল্পী অঙ্কিত তিওয়ারিকে (২৪) ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, সম্প্রতি নির্যাতিতাকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিলে তিনি অভিযোগ দায়ের করেন।

গত সপ্তাহে গ্রেফতার হওয়া অঙ্কিতকে ২৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা নির্দেশ দেয় আদালত। ধর্ষণের ভিডিও ছাড়ার হুমকিই আরও বিপদ বাড়িয়ে তুলেছে। হুমকির পরই ২৮ বছর বয়সী ওই নারী মুখ খুলেছেন সংবাদমাধ্যম মিডডের কাছে। মিডডেকে জানান, এক বছর আগে দুর্গাপূজায় অঙ্কিতের সঙ্গে তার দেখা হয়। অস্বীকার করেন অঙ্কিতকে দুই বছর আগে বিয়ে করার দাবি। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। এ ছাড়া অঙ্কিতের উকিলের ৩ কোটি টাকা দেওয়ার দাবিও অস্বীকার করেন। বরং তিনি অঙ্কিতকে সর্বপ্রথম মোবাইল কিনে দিয়েছিলেন ও সে মোবাইলের খরচও তিনি দিতেন।

ধর্ষণের ঘটনা প্রসঙ্গে জানান, তার বোনের জন্মদিনে তাদের বাড়িতে আসেন অঙ্কিত। এ সময় তাকে জোর করে মদপান করিয়ে অঙ্কিত ধর্ষণ করে। এ ঘটনার পর তার বোন জেরা করলে অঙ্কিত বিয়ের প্রতিশ্রুতি দেয়। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করে উল্টো ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকে। তাই তিনি দীর্ঘ নীরবতা ভেঙে অঙ্কিতের নামে মামলা করতে বাধ্য হন।

গাজীপুরে নারীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের বাইমাইল এলাকায় ময়লার স্তূপে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় নারীর (৪০) গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘সকাল ১১টার দিকে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।’

পাবনায় মাদ্রাসাশিক্ষক যৌন হয়রানির অভিযোগে আটক

জেলার আতাইকুলা থানার স্বরগ্রামে এক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুর রহমান আনছারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

আটক শিক্ষক আব্দুর রহমান আনছারী আতাইকুলা থানার পীরাহাটি গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে। তিনি জামায়াতের স্থানীয় নেতা বলে জানা গেছে।

এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, এ ঘটনায় হয়রানির শিকার ছাত্রের মামা বাদী হয়ে মামলা করেছেন। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, এই শিক্ষক আগেও এ ধরনের ঘটনায় ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। আটক শিক্ষককে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরগ্রাম দাখিল মাদ্রাসার এক ছাত্রকে তারই শিক্ষক মাওলানা আব্দুর রহমান আনছারী সোমবার রাতে যৌন হয়রানি (বলাৎকার) করেন। বিষয়টি মঙ্গলবার ওই ছাত্র অভিভাবকের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা কমিটিকে জানায়।

মাদ্রাসা পরিচালনা কমিটি মঙ্গলবার বিকেলে জরুরি সালিশ বৈঠকে শিক্ষক আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত ও গলায় জুতার মালা দিয়ে এলাকা প্রদক্ষিণের সিদ্ধান্ত নেয়। সালিশের রায় বাস্তবায়নে গড়িমসি দেখে উত্তেজিত জনতা ওই শিক্ষকের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ রাত ১০টার দিকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। 

পৃষ্ঠাসমূহ