বুধবার, ১৪ মে, ২০১৪

ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ার হুমকি সঙ্গীত শিল্পীর

‘আশিকি টু’ ছবির গান গেয়ে খ্যাতি পাওয়া শিল্পী অঙ্কিত তিওয়ারিকে (২৪) ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, সম্প্রতি নির্যাতিতাকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিলে তিনি অভিযোগ দায়ের করেন।

গত সপ্তাহে গ্রেফতার হওয়া অঙ্কিতকে ২৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা নির্দেশ দেয় আদালত। ধর্ষণের ভিডিও ছাড়ার হুমকিই আরও বিপদ বাড়িয়ে তুলেছে। হুমকির পরই ২৮ বছর বয়সী ওই নারী মুখ খুলেছেন সংবাদমাধ্যম মিডডের কাছে। মিডডেকে জানান, এক বছর আগে দুর্গাপূজায় অঙ্কিতের সঙ্গে তার দেখা হয়। অস্বীকার করেন অঙ্কিতকে দুই বছর আগে বিয়ে করার দাবি। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। এ ছাড়া অঙ্কিতের উকিলের ৩ কোটি টাকা দেওয়ার দাবিও অস্বীকার করেন। বরং তিনি অঙ্কিতকে সর্বপ্রথম মোবাইল কিনে দিয়েছিলেন ও সে মোবাইলের খরচও তিনি দিতেন।

ধর্ষণের ঘটনা প্রসঙ্গে জানান, তার বোনের জন্মদিনে তাদের বাড়িতে আসেন অঙ্কিত। এ সময় তাকে জোর করে মদপান করিয়ে অঙ্কিত ধর্ষণ করে। এ ঘটনার পর তার বোন জেরা করলে অঙ্কিত বিয়ের প্রতিশ্রুতি দেয়। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করে উল্টো ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিতে থাকে। তাই তিনি দীর্ঘ নীরবতা ভেঙে অঙ্কিতের নামে মামলা করতে বাধ্য হন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ