জেলার আতাইকুলা থানার স্বরগ্রামে এক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার সহ-সুপার মাওলানা আব্দুর রহমান আনছারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।
আটক শিক্ষক আব্দুর রহমান আনছারী আতাইকুলা থানার পীরাহাটি গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে। তিনি জামায়াতের স্থানীয় নেতা বলে জানা গেছে।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, এ ঘটনায় হয়রানির শিকার ছাত্রের মামা বাদী হয়ে মামলা করেছেন। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, এই শিক্ষক আগেও এ ধরনের ঘটনায় ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। আটক শিক্ষককে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরগ্রাম দাখিল মাদ্রাসার এক ছাত্রকে তারই শিক্ষক মাওলানা আব্দুর রহমান আনছারী সোমবার রাতে যৌন হয়রানি (বলাৎকার) করেন। বিষয়টি মঙ্গলবার ওই ছাত্র অভিভাবকের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা কমিটিকে জানায়।
মাদ্রাসা পরিচালনা কমিটি মঙ্গলবার বিকেলে জরুরি সালিশ বৈঠকে শিক্ষক আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত ও গলায় জুতার মালা দিয়ে এলাকা প্রদক্ষিণের সিদ্ধান্ত নেয়। সালিশের রায় বাস্তবায়নে গড়িমসি দেখে উত্তেজিত জনতা ওই শিক্ষকের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ রাত ১০টার দিকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
আটক শিক্ষক আব্দুর রহমান আনছারী আতাইকুলা থানার পীরাহাটি গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে। তিনি জামায়াতের স্থানীয় নেতা বলে জানা গেছে।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, এ ঘটনায় হয়রানির শিকার ছাত্রের মামা বাদী হয়ে মামলা করেছেন। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, এই শিক্ষক আগেও এ ধরনের ঘটনায় ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। আটক শিক্ষককে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরগ্রাম দাখিল মাদ্রাসার এক ছাত্রকে তারই শিক্ষক মাওলানা আব্দুর রহমান আনছারী সোমবার রাতে যৌন হয়রানি (বলাৎকার) করেন। বিষয়টি মঙ্গলবার ওই ছাত্র অভিভাবকের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা কমিটিকে জানায়।
মাদ্রাসা পরিচালনা কমিটি মঙ্গলবার বিকেলে জরুরি সালিশ বৈঠকে শিক্ষক আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত ও গলায় জুতার মালা দিয়ে এলাকা প্রদক্ষিণের সিদ্ধান্ত নেয়। সালিশের রায় বাস্তবায়নে গড়িমসি দেখে উত্তেজিত জনতা ওই শিক্ষকের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ রাত ১০টার দিকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন