সোমবার, ২ জানুয়ারী, ২০১২

তাড়াতাড়ি হার্ডডিস্কের অবৈধ জিনিস (যদি থাকে) খালি করেন।











পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করে সর্বোচ্চ ১০ বছর সশ্রম কারাদণ্ডের বিধান রেখে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন অনুমোদন করেছে মন্ত্রিসভা।

“পর্নোগ্রাফি একটি সামাজিক ব্যাধির মতো সমাজের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে পড়েছে। এ থেকে যুব সমাজকে রক্ষা এবং নিরীহ নারীদের সম্ভ্রম রক্ষা করতে এ ধরনের তৎপরতা প্রতিরোধ ও নির্মূলের জন্য নতুন এ আইন তৈরি করা হয়েছে।”


আর কিছু না হোক, অন্তত সংরক্ষণ করার দায়ে অনেকের জেল জরিমানা হয়ে যেতে পারে। এই আইন যদি বলবৎ করতে যায়, তবে বাংলাদেশে নতুন জেলখানা বানাইতে হবে মনে হয়। চেমরা চেমরা পুলাপাইন আজকাল মুবাইল নিয়ে ঘুরে বেড়ায়। মুবাইলে আছে ইন্টারনেট, ৪ জিবি মেমোরী কার্ড। ব্লুটুথ, আর লাগে কি? মুবাইল ব্যবহারও সীমিত করা উচিত। 

অন্তত স্কুল পড়ুয়াদের মুবাইল ব্যবহার বন্ধ করা উচিত।

সাধু সাবধান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ