বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২

আর কয়টা ডিগ্রী পাবো?

তিতাসে রাস্তার বিনিময়ে ডিগ্রী পেলাম



ডিগ্রিটা তখনই দেওয়া হলো, যখন সকল মালবাহী ট্রেইলর আগরতলায় পৌঁছে গেছে। কার্যসমাধা হওয়ার পর।


ভারতকে তো অনেক কিছুই দিলাম।


একটা জিজ্ঞাসা, ভারত থেকে আর কয়টা ডিগ্রী পাবো আমরা?


মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দরের ডিগ্রীটা কবে পাবো?









আর একটা ব্যাপার। আমাদের মিডিয়াগুলোও মনে হয় ভারত থেকে টাকা খায়। কারণ তিতাসের উপর এই রাস্তা নির্মাণ হলো প্রায় ১ বছর আগে, ডিসেম্বর ২০১০ তে। আর এটা নিয়ে রিপোর্ট করা হলো ডিসেম্বর ২০১১ এ। এতোদিন এটা কারোই নজরে আসলো না? যখন রিপোর্ট করা হলো, তখন তো কাজ সাবাড়।


এখন একটু হাউ কাউ করে পত্রিকা গরম রাখা আর কি।

1 টি মন্তব্য:

  1. মিরজাফর দের কাছ থেকে আমরা কখন বাচ ব , আমরা বাচতে চাই । দৃষ্টি ভঙ্গি পালতান জীবন বদলে যাবে ...

    উত্তরমুছুন

পৃষ্ঠাসমূহ