সোমবার, ২৩ এপ্রিল, ২০১২

উইন্ডোজ সেভেনের গতি বাড়ান


উইন্ডোজ সেভেন ইন্সটল করার পর দেখতে পেলেন কম্পিউটারের গতি লক্ষণীয়ভাবে কমে গেছে। তখন কি করবেন? জার্মানির নলেজ পাবলিশিং গ্রুপ এ ধরণের সমস্যার হাত থেকে রেহাই পাওয়ার একটা সমাধান বাতলে দিয়েছে। আর এ সমাধানটি হল,কম্পিউটারের ডিভাইস ড্রাইভার আপটেড করুন। আপনার কম্পিউটারে যে সব ডিভাইস আছে তাদের নির্মাতার ওয়েব সাইটে যান এবং আপনার ডিভাইসের উপযোগী ড্রাইভার নামিয়ে নিন এবং তা ইন্সটল করুন। দেখবেন কম্পিউটারের গতি বেড়ে গেছে।
গোগলম্যাপ ব্যবহার করুন পথ বাতলে দেয়ার জন্যবন্ধুদেরকে নতুন একটি রেস্তোরায় দাওয়াত করবেন। কিন্তু সবাই পথ চেনে না। উপায়? হ্যাঁ গোগলম্যাপ এ ক্ষেত্রে আপনার মুশকিল আসান হতে পারে। www.google.com/maps-এ যেয়ে আপনার কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার সহজ রাস্তা ঠিক করুন তারপর ই-মেইল করে পাঠিয়ে দিন তা আপনার বন্ধুদের কাছে। গোগলম্যাপের ডান দিকেই সেন্ড অপশন রয়েছে এ কথা নিশ্চয়ই আপনাকে বলে দেয়ার দরকার নেই।
নতুন ইয়াহু! এন্ডরয়েড স্মার্ট ফোনের এ্যাপস 
এন্ডরয়েড অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করেন তাদের জন্য সুখবর। ইয়াহু এ সব স্মর্ট ফোনের জন্য এ্যাপস ছেড়েছে। ইয়াহু মেইল এবং ইয়াহু মেসেঞ্জার আগেই ব্যবহার করা যাচ্ছিলো। তবে নতুন যোগ হয়েছে সার্চ উইডগেট। নতুন এই প্রোগ্রামের মাধ্যমে পোর্টবেল ডিভাইস থেকে অনায়াসে ইয়াহুর সকল সেবা পাওয়া যাবে। ফ্রি এই এ্যাপপস বিনা পয়সায় ডাউনলোড করা যাবে। ওএস ২.০ বা তার থেকে নতুন অপারেটিং সিস্টেমে এই এ্যাপস ব্যবহার করা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ