নামের উৎপত্তি
পাকিস্তান: পাঞ্জবের ‘ P ’, আফগান প্রদেশের ‘ A ’, কাশ্মীরের ‘ K ’, সিন্ধুর ‘ S ’, এবং বেলুচিস্তানের ‘ TAN ’ নিয়ে পাকিস্তানের নামকরণ করা হয়েছে। চৌধুরী রহমত আলী এ নাম তৈরি করেন এবং কবি ইকবাল এ নামের প্রস্তাব করেন। অবশ্য পাকিস্তান প্রতিষ্ঠার পর আফগানিস্তান ও কাশ্মীর পাকিস্তানের অর্ন্তভুক্ত হয়নি এবং বাংলা অর্ন্তভুক্ত হলেও এ নামই থেকে যায়।
ইন্ডিয়া: কারও মতে ইন্ডাস নাম হতে ইন্ডিয়া নামের উৎপত্তি। আবার কারও মতে গ্রীক শব্দ ইন্ডিগো হতে ইন্ডিয়া নামের উৎপত্তি। ইন্ডিগো অর্থ নীল। ভারতে নীল পাওয়া যেত বলে এর এ নামকরণ করা হয়।
আমেরিকা: আমেরিগো ভেসপুচি নামে এক পর্যটকের নাম থেকে আমেরিকা নামের উৎপত্তি হয়। কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পর ১৪৯৭ সালে আমেরিগো আমেরিকা মহাদেশ ভ্রমণ করেন এবং বহু অঞ্চল আবিষ্কার করেন।
ওয়েস্ট ইন্ডিজ: দ্বীপটি মেক্সিকো উপসাগরে অবস্থিত। ইউরোপ হতে পশ্চিম দিকে জাহাজ চালিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কলম্বাস প্রথমে এখানে পৌঁছেন। তিনি ভেবেছিলেন হয়তো ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে এসে পড়েছেন। পরে জানা গেল এটি একটি ভিন্ন ভূখণ্ড। ভুলক্রমে কলম্বাস দ্বীপগুলোকে ভারতের দ্বীপ মনে করে ‘ওয়েস্ট ইন্ডিজ’ আখ্যা দেন। তার ভ্রান্ত ধারণার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এর নাম ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অুণœ রাখা হয়।
পাকিস্তান: পাঞ্জবের ‘ P ’, আফগান প্রদেশের ‘ A ’, কাশ্মীরের ‘ K ’, সিন্ধুর ‘ S ’, এবং বেলুচিস্তানের ‘ TAN ’ নিয়ে পাকিস্তানের নামকরণ করা হয়েছে। চৌধুরী রহমত আলী এ নাম তৈরি করেন এবং কবি ইকবাল এ নামের প্রস্তাব করেন। অবশ্য পাকিস্তান প্রতিষ্ঠার পর আফগানিস্তান ও কাশ্মীর পাকিস্তানের অর্ন্তভুক্ত হয়নি এবং বাংলা অর্ন্তভুক্ত হলেও এ নামই থেকে যায়।
ইন্ডিয়া: কারও মতে ইন্ডাস নাম হতে ইন্ডিয়া নামের উৎপত্তি। আবার কারও মতে গ্রীক শব্দ ইন্ডিগো হতে ইন্ডিয়া নামের উৎপত্তি। ইন্ডিগো অর্থ নীল। ভারতে নীল পাওয়া যেত বলে এর এ নামকরণ করা হয়।
আমেরিকা: আমেরিগো ভেসপুচি নামে এক পর্যটকের নাম থেকে আমেরিকা নামের উৎপত্তি হয়। কলম্বাস আমেরিকা আবিষ্কার করার পর ১৪৯৭ সালে আমেরিগো আমেরিকা মহাদেশ ভ্রমণ করেন এবং বহু অঞ্চল আবিষ্কার করেন।
ওয়েস্ট ইন্ডিজ: দ্বীপটি মেক্সিকো উপসাগরে অবস্থিত। ইউরোপ হতে পশ্চিম দিকে জাহাজ চালিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে কলম্বাস প্রথমে এখানে পৌঁছেন। তিনি ভেবেছিলেন হয়তো ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে এসে পড়েছেন। পরে জানা গেল এটি একটি ভিন্ন ভূখণ্ড। ভুলক্রমে কলম্বাস দ্বীপগুলোকে ভারতের দ্বীপ মনে করে ‘ওয়েস্ট ইন্ডিজ’ আখ্যা দেন। তার ভ্রান্ত ধারণার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এর নাম ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অুণœ রাখা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন