বাংলাদেশে প্রতিদিন অনেক জনমত জরিপ হয় পত্রিকাগুলোর অনলাইন সংস্করণের মাধ্যমে। সরকারের জনপ্রিয়তা বোঝার জন্য এটা একটা প্যারামিটার বলে ধরে নেয়া যায়। একটি অজনপ্রিয় সরকার এর কথায় লোকে আস্থা বা ভরসা পায় কি? ?? তারা কোন কাজ সুষ্ঠুভাবে করতে পারে বলেও জনগণ মনে করে না। এই হাইপোথেসিস থেকেই জনমত জরিপের দ্বারা রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাই এর প্রয়াস নেয়া হল।
প্রথম আলোঃ নিঃসন্দেহে এদেশের সবচেয়ে পঠিত দৈনিক পত্রিকা। এই পত্রিকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলেও নিরপেক্ষ ভাবধারার জনগণ এর প্রধাণ পাঠক। এছাড়া কিছু অংশ দলীয় লোক এই পত্রিকার পাঠক বলে ধরে নিতে পারেন।
উল্লেখযোগ্য জরিপগুলো হলঃ
[ ২০১২-০৩-২৫ - ২০১২-০৩-২৬]
বাংলাদেশের ক্ষতি হলে টিপাইমুখ বাঁধ করতে দেওয়া হবে না—প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আপনার আস্থা আছে কি?
ভোট দিয়েছেন ৩৫৭৮ জন| হ্যাঁ (৫৫৪), না (২৯৯৫), মন্তব্য নেই (২৯)
তথা
হ্যাঁ
১৫.৪৮%
না
৮৩.৭১%
মন্তব্য নেই ০.৮১%
[ ২০১২-০৩-৩০ - ২০১২-০৩-৩১]
পত্রিকা-টিভিগুলো সত্য-মিথ্যা মিশিয়ে যা ইচ্ছা বলছে—প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে কি আপনি একমত?
ভোট দিয়েছেন ৩৭৩৪ জন| হ্যাঁ (৭৭০), না (২৯৩১), মন্তব্য নেই (৩৩)
তথা
হ্যাঁ
২০.৬২%
না
৭৮.৪৯%
মন্তব্য নেই
০.৮৮%
[ ২০১২-০৪-১১ - ২০১২-০৪-১২]
রেলমন্ত্রীর এপিএসের গাড়িতে বিপুল পরিমাণ টাকা থাকার ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বলে মনে করেন কি?
ভোট দিয়েছেন ৫৫৮৫ জন| হ্যাঁ (৩৬১), না (৫১৯৭), মন্তব্য নেই (২৭)
তথা
হ্যাঁ
৬.৪৬%
না
৯৩.০৫%
মন্তব্য নেই
০.৪৮%
অনলাইন জরিপ ফলাফল: [ ২০১২-০৪-১০ - ২০১২-০৪-১১]
পদ্মা সেতুর দুর্নীতির দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে—বিএনপির এ বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?
ভোট দিয়েছেন ৪৮৮৮ জন| হ্যাঁ (৪১০৭), না (৭৪৭), মন্তব্য নেই (৩৪)
হ্যাঁ
৮৪.০২%
না
১৫.২৮%
মন্তব্য
০.৭%
====================
এর সাথে ১ম আলোর কয়দিন আগে করা কোন জোট এখন ভোট হলে কেমন পাবে তার মিল নাই। কারণ জনকন্ঠের জরিপে দেখুনঃ জাতীয় স্বার্থ বিবেচনা করেই পদ্মা সেতুর মূল চুক্তি হবে- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের এ বক্তব্যে আপনি কি আস্থাশীল?
হ্যাঁ (৮৭%, ১৭৬৫০ ভোট)
নাঁ (১২%, ২৫২০ ভোট)
মন্তব্য নেই (১%, ৯০ ভোট)
সবাইতো ১ম আলো পড়ে না। কেউ আমার দেশ কেউ কেউ সংগ্রাম পড়ে। তারা নিজেদের আদর্শের পক্ষে ভোট দেবে সবসময়ই।
আল্লাহ না করুক, হাসিনা বা খালেদা যদি প্রকাশ্য দিবালোকে মানুষ খুনই করে তবুও এই শ্রেণির লোক নিজের দলকেই ভোট দেবে। বিগত ইলেকশনে চারদলীয় জোটের ভোট দেখেই এটা বোঝা যায় যে,দেশের মোট ভোটারের প্রায় ৮০ % মার্কা দেখে ভোট দেয়। বাকি ২০% এর মাঝে সবটাই বিএনপি পাবে না কারণ জাপা সমর্থকরা আওয়ামী লিগ এর নেতৃত্বে সরকারের উপর আশাবাদী নয়। কেউ কেউ অবশ্য আগামী ইলেকশনে
কেন্দ্রে যেয়ে সময় নষ্ট করতে রাজী না,যেমন আমি নিজেও। কারণ ভোট দিয়ে আশাবাদী হতে তারা রাজী নই। বোধকরি আগামী নির্বাচনে একটা স্টেবল সংসদ হবে যাতে কেউই নিরংকুশ ভোট পাবে না।এটা অবশ্য গণতন্ত্রের জন্য ভালোই।
সারকথাঃ দয়া করে কিছু ভোট আওয়ামী লিগকেও দিয়েন তাহলে সংসদে উভয়পক্ষে সমতা থাকবে।
প্রথম আলোঃ নিঃসন্দেহে এদেশের সবচেয়ে পঠিত দৈনিক পত্রিকা। এই পত্রিকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকলেও নিরপেক্ষ ভাবধারার জনগণ এর প্রধাণ পাঠক। এছাড়া কিছু অংশ দলীয় লোক এই পত্রিকার পাঠক বলে ধরে নিতে পারেন।
উল্লেখযোগ্য জরিপগুলো হলঃ
[ ২০১২-০৩-২৫ - ২০১২-০৩-২৬]
বাংলাদেশের ক্ষতি হলে টিপাইমুখ বাঁধ করতে দেওয়া হবে না—প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আপনার আস্থা আছে কি?
ভোট দিয়েছেন ৩৫৭৮ জন| হ্যাঁ (৫৫৪), না (২৯৯৫), মন্তব্য নেই (২৯)
তথা
হ্যাঁ
১৫.৪৮%
না
৮৩.৭১%
মন্তব্য নেই ০.৮১%
[ ২০১২-০৩-৩০ - ২০১২-০৩-৩১]
পত্রিকা-টিভিগুলো সত্য-মিথ্যা মিশিয়ে যা ইচ্ছা বলছে—প্রধানমন্ত্রীর এ বক্তব্যের সঙ্গে কি আপনি একমত?
ভোট দিয়েছেন ৩৭৩৪ জন| হ্যাঁ (৭৭০), না (২৯৩১), মন্তব্য নেই (৩৩)
তথা
হ্যাঁ
২০.৬২%
না
৭৮.৪৯%
মন্তব্য নেই
০.৮৮%
[ ২০১২-০৪-১১ - ২০১২-০৪-১২]
রেলমন্ত্রীর এপিএসের গাড়িতে বিপুল পরিমাণ টাকা থাকার ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বলে মনে করেন কি?
ভোট দিয়েছেন ৫৫৮৫ জন| হ্যাঁ (৩৬১), না (৫১৯৭), মন্তব্য নেই (২৭)
তথা
হ্যাঁ
৬.৪৬%
না
৯৩.০৫%
মন্তব্য নেই
০.৪৮%
অনলাইন জরিপ ফলাফল: [ ২০১২-০৪-১০ - ২০১২-০৪-১১]
পদ্মা সেতুর দুর্নীতির দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে—বিএনপির এ বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?
ভোট দিয়েছেন ৪৮৮৮ জন| হ্যাঁ (৪১০৭), না (৭৪৭), মন্তব্য নেই (৩৪)
হ্যাঁ
৮৪.০২%
না
১৫.২৮%
মন্তব্য
০.৭%
====================
এর সাথে ১ম আলোর কয়দিন আগে করা কোন জোট এখন ভোট হলে কেমন পাবে তার মিল নাই। কারণ জনকন্ঠের জরিপে দেখুনঃ জাতীয় স্বার্থ বিবেচনা করেই পদ্মা সেতুর মূল চুক্তি হবে- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের এ বক্তব্যে আপনি কি আস্থাশীল?
হ্যাঁ (৮৭%, ১৭৬৫০ ভোট)
নাঁ (১২%, ২৫২০ ভোট)
মন্তব্য নেই (১%, ৯০ ভোট)
সবাইতো ১ম আলো পড়ে না। কেউ আমার দেশ কেউ কেউ সংগ্রাম পড়ে। তারা নিজেদের আদর্শের পক্ষে ভোট দেবে সবসময়ই।
আল্লাহ না করুক, হাসিনা বা খালেদা যদি প্রকাশ্য দিবালোকে মানুষ খুনই করে তবুও এই শ্রেণির লোক নিজের দলকেই ভোট দেবে। বিগত ইলেকশনে চারদলীয় জোটের ভোট দেখেই এটা বোঝা যায় যে,দেশের মোট ভোটারের প্রায় ৮০ % মার্কা দেখে ভোট দেয়। বাকি ২০% এর মাঝে সবটাই বিএনপি পাবে না কারণ জাপা সমর্থকরা আওয়ামী লিগ এর নেতৃত্বে সরকারের উপর আশাবাদী নয়। কেউ কেউ অবশ্য আগামী ইলেকশনে
কেন্দ্রে যেয়ে সময় নষ্ট করতে রাজী না,যেমন আমি নিজেও। কারণ ভোট দিয়ে আশাবাদী হতে তারা রাজী নই। বোধকরি আগামী নির্বাচনে একটা স্টেবল সংসদ হবে যাতে কেউই নিরংকুশ ভোট পাবে না।এটা অবশ্য গণতন্ত্রের জন্য ভালোই।
সারকথাঃ দয়া করে কিছু ভোট আওয়ামী লিগকেও দিয়েন তাহলে সংসদে উভয়পক্ষে সমতা থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন