শনিবার, ১৪ এপ্রিল, ২০১২

জামাতশিবির আর ঠিক হইলোনা...ভোলায় জঙ্গি প্রশিক্ষনকালে ২ শিবিরকর্মী আটক

ভোলায় দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। পয়লা বৈশাখের অনুষ্ঠানে নাশকতা করার পরিকল্পনাসহ জঙ্গি প্রশিক্ষন গ্রহনকালে ১৩ মার্চ শুক্রবার জামিরালতা মাদ্রাসা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন- নাছির (২৫) ও তালহা ইবনে বনি আমিন (১৯)। এদের মধ্যে নাছির শিবিরের ভোলা শহর শাখার সাধারণ সম্পাদক ও তালহা ইবনে বনি আমিন শিবিরের সাধারন কর্মী।

ভোলা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, জামিরালতার একটি মাদ্রাসার কক্ষে শিবিরকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নাছির ও বনি আমিনকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, তৌহিদী ব্যানারে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে কিনা এ বিষয়ে তারা ও নজরদারি বাড়িয়েছে। জামিরালতা মাদ্রাসর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। পুলিশ ও গোয়েন্দারা তা খতিয়ে দেখছে।

ভোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব হোসেন আমাদের বরিশালকে জানান, জামিরালতা মাদ্রায় ১৩ এপ্রিল শুক্রবার জঙ্গী প্রশিক্ষনকালে এ দুজনকে আটক করা হয়। এদের কাছ থেকে একটি প্রশিক্ষনের ব্যানার ও ডায়রি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, একটি চক্র বৈশাখী অনুষ্ঠান পন্ড করতে চক্রান্ত করে বেড়াচ্ছে। ওই চক্রের গতিবিধির উপর নজরদারি করা হচ্ছিল। পুলিশ তাদের অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ