২৩ এপ্রিল (রেডিও তেহরান): উত্তর কোরিয়ার সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অংশ বিশেষকে মাত্র চার মিনিটের মধ্যে ছাইয়ে পরিণত করার হুমকি দিয়েছে। কোরিয়ার পিপলস আর্মির সুপ্রিম কমান্ডের স্পেশাল অপারেশন গ্রুপের পক্ষ থেকে আজ এ হুমকি দেয়া হয়। উত্তর কোরিয়ার এ সেনা গ্রুপের কথা এর আগে শোনা যায়নি। পিয়ংইয়ং তৃতীয় দফা পরমাণু বোমার পরীক্ষা চালানোর প্রস্তুতি গ্রহণ করছে বলে যখন খবর প্রকাশিত হচ্ছে, তখন এ হুমকি দেয়া হলো।
উত্তর কোরিয়া মাসের পর মাস ধরে দক্ষিণ কোরিয়া ও দেশটির প্রেসিডেন্ট লি মিউং বাকের কঠোর সমালোচনা করে আসছে। এর আগে,উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং-এর জন্মশতবার্ষিকী সম্পর্কে প্রেসিডেন্ট লি'র অবমাননাসূচক বক্তব্যের প্রতিবাদের সিউলের বিরুদ্ধে যুদ্ধ চালানোর হুমকি দেয় পিয়ংইয়ং। এখন পর্যন্ত এ সব হুমকি বাস্তবায়িত না হলেও সর্বশেষ হুমকিকে অনেকেই গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন।
উত্তর কোরিয়া ২০০৬ এবং ২০০৯ সালে দু'দফা পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন