বুধবার, ১১ এপ্রিল, ২০১২

যুবলীগকর্মীকে এজলাসে ঢুকে ছুরিকাঘাত

পাবনায় এজলাসে ঢুকে এক যুবলীগ কর্মীকে ছুরিকাঘাত করেছে বিএনপির নেতাকর্মীরা। বাঁচাতে গিয়ে আহত হয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও এক পুলিশ সদস্যসহ পাঁচ জন। 

বুধবার বেলা সোয়া ১১টার দিকে পাবনা জজ আদালতের একটি বিচার কক্ষে এ ঘটনা ঘটে। 

পানি ও বিদ্যুতের দাবিতে জেলা বিএনপির মিছিল থেকে যুবলীগকর্মী মোহাম্মদ আলীকে ধাওয়া করে এজলাসে ঢুকে ছুরিকাঘাত ও মারধর করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মিছিলটি টাউন হলের দিকে যাওয়ার সময় যুবলীগকর্মী মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আলী মিছিলের সামনে পড়ে যায়। এ সময় ধাওয়া খেয়ে তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে ৪নং আমলি আদালতে ঢুকে যান। বিএনপি নেতাকর্মীরা সেখানে গিয়েই তাকে ছুরিকাঘাত ও মারধর করে। 

ঘটনার সময় বিচারক শামসুল আরেফিন এজলাসে ছিলেন। 

মোহাম্মদ আলীকে বাঁচাতে গিয়ে এপিপি জহিরুল ইসলাম ও কনস্টেবল আল-আমিনসহ পাঁচজন আহত হয়েছেন। পরে বিএনপি কর্মীরা আদালতের কয়েকটি কক্ষ ভাঙচুর করে। 

ঘটনার পর পরই আদালতে বিচারকাজ বন্ধ হয়ে যায় বলে জানান জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। 

এদিকে দুপুর পৌনে ১টায় জেলা জজ শাহিনুর ইসলামের কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারক ও আইনজীবীরা বৈঠক করেন। বৈঠকের পর শাহিনুর ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ