শনিবার, ১৪ এপ্রিল, ২০১২

যৌন কেলেংকারির দায়ে দেশে ফেরত পাঠানো হলো মার্কিন গোয়েন্দা দলকে




১৪ এপ্রিল (রেডিও তেহরান) : যৌন কেলেংকারির দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে কয়েকজন মার্কিন গোয়েন্দাকে। কলম্বিয়াতে অনুষ্ঠেয় একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যোগ দেয়ার আগে তার নিরাপত্তা রক্ষার জন্য এসব গোয়েন্দাকে আগেভাগেই সেখানে পাঠানো হয়েছিল। কিন্তু, কয়েকজন গোয়েন্দা যৌন কেলেংকারিতে জড়িয়ে পড়ায় তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়। মার্কিন গোয়েন্দাদের বিরুদ্ধে এর আগে এ ধরনের ব্যবস্থা নেয়ার ঘটনা নজিরবিহীন। কলম্বিয়ার সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন। এ ছাড়া, বিষয়টি নানা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আঞ্চলিক সম্মেলন আজ শুরুর কথা রয়েছে। 
এ সম্পর্কে এক বিবৃতিতে গোয়েন্দা কর্মকর্তা এডুইন ডোনোভান বলেছেন, "অশোভন আচরণের অভিযোগে কয়েকজন গোয়েন্দা কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। যেসব কর্মীকে ফেরত পাঠানো হয়েছে তাদেরকে আগের কর্মস্থলে পুনর্বহাল করা হয়েছে এবং নতুন কিছু কর্মী আনা হয়েছে।" তবে, এসব গোয়েন্দা কর্মীর বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনা হয়েছে তা স্পষ্ট করেননি এডুইন ডোনোভান। এ ছাড়া, কতজন গোয়েন্দা কর্মীকে দেশে পাঠানো হয়েছে তাও তিনি বলেননি। তবে, তিনি দাবি করেছেন, এসব গোয়েন্দা কর্মীকে দেশে পাঠানোর পরও বারাক ওবামার নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ