তোমাদের সাথে মিশে যাওয়ার
ইচ্ছে ছিল আমার
মিশেও ছিলাম ক্ষণকাল
তবে চালের সাথে চালের মত নয়
চালের সাথে ধানের মত
মিশে ছিলাম আমি।
আমি মিশে ছিলাম
ফলের সাথে পাতার মত।
চালের সাথে ধান
ফলের সাথে পাতা
বেশীদিন মিশে থাকতে পারে না।
আমিও পারিনি
তাই ধানের মত ছুঁড়ে গেছি
আর পাতার মত উড়ে গেছি।
তোমরা চালে চালে মিশে থেকো
তোমরা ফলে ফলে ভাল থেকো।
ইচ্ছে ছিল আমার
মিশেও ছিলাম ক্ষণকাল
তবে চালের সাথে চালের মত নয়
চালের সাথে ধানের মত
মিশে ছিলাম আমি।
আমি মিশে ছিলাম
ফলের সাথে পাতার মত।
চালের সাথে ধান
ফলের সাথে পাতা
বেশীদিন মিশে থাকতে পারে না।
আমিও পারিনি
তাই ধানের মত ছুঁড়ে গেছি
আর পাতার মত উড়ে গেছি।
তোমরা চালে চালে মিশে থেকো
তোমরা ফলে ফলে ভাল থেকো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন