সোমবার, ২৩ এপ্রিল, ২০১২

এবার বাংলাদেশি কিশোরকে গ্রেনেড ছুড়ে মারলো হানাদারবিএসএফ

বেনাপোল সীমান্তে সোমবার সকালে বাংলাদেশি কিশোরকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা শক্তিশালী দুটি গ্রেনেড ছুড়ে মারে।
যদিও পলাশ (১৩) নামের ওই কিশোর সীমান্তের ইছামতি নদীতে ঝাপিয়ে পড়ে প্রাণে রক্ষা পায়। ঘটনার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
সীমান্ত সূত্রে জানা যায়, বেনাপোল ইউনিয়নের গাতিপাড়া গ্রামের সুভাস চন্দ্রের ছেলে পলাশ সোমবার ভোর ৫টার দিকে গাতিপাড়া সীমান্ত পথে ভারতে যাওয়ার চেষ্টা করে। এসময় হানাদার বিএসএফ সদস্যরা তাকে ধরে ক্যাম্পে নিয়ে বেঁধে রাখে।
একপর্যায়ে বিএসএফ সদস্যদের অনুপস্থিতিতে হাত, পায়ের বাঁধন খুলে দৌড়ে বাংলাদেশের দিকে পালানোর চেষ্টা করে পলাশ। এসময় বিএসএফ সদস্যরা পেছন দিক থেকে তাকে লক্ষ্য করে দুটি গ্রেনেড ছুড়ে মারে।
গ্রেনেড দুটি গাতিপাড়া সিমান্তের ১৮/২এস নম্বর পিলারের ৪০ গজ পশ্চিমে ভারত সীমান্তের ধানক্ষেতে পড়ে বিকট শব্দে বিস্ফেরিত হয়। এতে বিজিবি ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে পলাশ ইছামতি নদীতে ঝাপ দিয়ে দিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হয়।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুলাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা বিস্ফোরণের বিকট শব্দ শুনেছি।
যশোর বিজিবি ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আবুল কালাম আজাদ সোমবার বিকেল ৩টায় জানান, ঘটনা জানার পরপরই পলাশের বাড়িতে লোক পাঠানো হয়েছে। বিস্ফোরণের পর গ্রেনেডের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, পলাশকে গ্রামবাসী দৌড়ে পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে দেখেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ