শনিবার, ১৪ এপ্রিল, ২০১২

টিউটোরিয়াল: ১ - কিভাবে আপনার কি-বোর্ড পরিস্কার করবেন !!!


ডিস্ক্লেইমারঃ এই পোষ্টে উল্লেখকৃত সকল প্রকার কার্যকলাপ অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করা হয়েছে। কেউ যদি পোষ্টের অনুকরণ করতে যেয়ে নিজের কি-বোর্ডের ১২টা বাজিয়ে দেন তাহলে পোষ্টদাতা কোনভাবেই দায়ী হবেন না। অতিমাত্রায় সুশীলরা দূরে থাকুন।

~
~~
~~~
~~~~
~~~~~
~~~~~~

কি-বোর্ড কি সেইটা জানতে হলে এইখানে ক্লিকান। ;);)

এখন আসি মূল পোষ্টে। এই পোষ্টে সচিত্র বর্ণনার সাহায্যে পুরো প্রক্রিয়াটি উল্লেখ করা হবে। B-) B-) 

প্রথমে জেনে নেই কি কি উপকরণ লাগবে আপনার সাধের কি-বোর্ড টিকে পরিস্কার করতে-

১. মিস্টার ব্রাসো 
২. কটন বাড 
৩. স্টিলের রড 
৪. পেইন্ট ব্রাশ (না থাকলে টুথব্রাশও ব্যাবহার করতে পারেন) 
৫. বাংলা টিস্যু (পরিমান মত) 
৬. বসুন্ধরা ফেসিয়াল টিস্যু (১ প্যাকেট) 
৭. হারপিক মগ 
৮. সোর্ডফিশ ব্র্যান্ডের ছোট স্টিলের স্কেল 
৯. ২-৩ কপি পরথম আলু পেপার।



একনজরে প্রয়োজনীয় উপকরণ সমূহ।

প্রক্রিয়া- 

১. প্রথমে কিবোর্ডের কি গুলো তুলে ফেলুন। এক্ষেত্রে স্টিলের পাতলা রড (ছবিতে উল্লেখপূর্বক) অথবা সোর্ডফিশ ব্র্যান্ডের স্টিলের স্কেল দিয়ে কি গুলো তুলতে পারেন। :|:|
 

২. আস্তে আস্তে সবগুলি কি খুলে পরথম আলু পেপারের উপর রাখুন। :):)


৩. এইবার একটা হারপিক মগের ভিতর কি গুলো ফেলে দিয়ে ভাল করে নাড়তে থাকুন। :D:D
 

৪. ভালভাবে নাড়ার পরে কি গুলো উঠিয়ে ফেলুন এবং পরথম আলু পেপারের উপরে রেখে কিছুক্ষন বাতাসে শুকান। B-)B-)
 

৫. কি শুকাতে শুকাতে আপনি আপনার কিবোর্ড এর বেসমেন্ট ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিস্কার করে ফেলুন। ব্রাশ দিয়ে ঘষার আগে মিস্টার ব্রাসো স্প্রে করে নিতে ভুলবেন না। ;);)
 

৬. এরপর প্রথমে পরথম আলু পেপারের ছেড়া অংশ এবং পড়ে বাংলাটিস্যু দিয়ে তা মুছে ফেলুন। ফিনিশিং টাচ হিসাবে বসুন্ধরা টিস্যু ব্যবহার করা যেতে পারে। টিস্যু ব্যবহারের পরে তা যত্রতত্র না ফেলে আরেকটা পরথম আলু পেপারের উপর রাখতে পারেন। :):)
 
 

৭. যদি আপনার সন্দেহ থাকে যে কি গুলো শুকায় নাই সেক্ষেত্রে ১০ মিনিটের জন্য কি গুলোকে ওভেনের মধ্যে রেখে দিন। :|:|
 
 

৮. এইবার আবার কি গুলো আপনার কিবোর্ডে বসানো শুরু করুন। =p~ =p~ =p~

বিশেষ সতর্কতা : 

***পুরো প্রক্রিয়া সম্পন্ন করার সময়কাল প্রায় ১.৫- ২ ঘন্টা। X(X((X((

***কি লাগানোর সময় কিবোর্ডের কি লে-আউট ভুলে গেল এইখানে ক্লিক করে দেখে নিন। :P:P

***পরিস্কার করার সময় কিবোর্ডটি কম্পু থেকে ডিসকানেক্টেড রাখুন। :-/:-/ 

***আপনার কিবোর্ডের কোন ক্ষয়-ক্ষতি হলে সেই দায় লেখকের উপর বর্তাবে না। :D B-)B-)

পরিশেষে কালকে যারা একদিনের জন্য বাংগালী হবেন তাদের সবাইকে অন্তরের অন্ত:স্থল থেকে শুভেচ্ছা। B-)B-)B-)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ