সোমবার, ২৩ এপ্রিল, ২০১২

পাকস্থলির ক্যান্সার নিরাময়ে ইরানী চিকিৎসকদের হার্বাল ওষুধ উদ্ভাবন


পাকস্থলির ক্যান্সার নিরাময়ে ইরানী চিকিৎসকদের হার্বাল ওষুধ উদ্ভাবন
২৫ আগস্ট (রেডিও তেহরান): ইরানের গবেষকরা বিশ্বে প্রথমবারের মত পাকস্থলির ক্যান্সার নিরাময়ের ভেষজ বা হার্বাল ওষুধ উদ্ভাবন করেছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রী মিসেস মারজিয়েহ ওয়াহিদ দাস্তজেরদী জানিয়েছেন, "স্পাইনাল জেড" নামের এই ভেষজ ওষুধ পাকস্থলির ক্ষুদ্রান্তে ক্যান্সারের বিস্তার ঠেকাতে সক্ষম। গত দশ বছরে এ নতুন ওষুধের উৎপাদন প্রক্রিয়ার সমস্ত ধাপ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। ঐতিহ্যবাহী ভেষজ ইরানী চিকিৎসা পদ্ধতিতে এই ওষুধ দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়েছে। ইরানে উৎপন্ন হয় এমন কয়েকটি উদ্ভিদ থেকে "স্পাইনাল জেড" ওষুধের উপাদান সংগ্রহ করা হয়। রক্তের শ্বেত-কনিকা কমিয়ে দেয়া ও রোগ-জীবানুর সংক্রমণ ঘটার মত কোনো গুরতর পার্শ্ব প্রতিক্রিয়া এ ওষুধে নেই, তবে এ ওষুধ ব্যবহারে কিছুটা বমির ভাব দেখা দেয়। ক্যাপসুল ও পিল আকারে এই ওষুধ এখন গোটা ইরানের বিভিন্ন ফার্মেসীতে পাওয়া যাচ্ছে। ইরানে এক বছরে প্রতি এক হাজার ব্যক্তির মধ্যে ২১ জন পাকস্থলির ক্যান্সারে মারা যান। ইরানের পশ্চিমা প্রদেশগুলোতে এই রোগের প্রকোপ বেশী এবং বুশেহরে এ রোগের প্রকোপ সবচেয়ে কম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ