বুধবার, ১১ এপ্রিল, ২০১২

ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে, দেশগুলোর মধ্যে বাংলাদেশও আছে।


বাংলাদেশে সুনামির সতর্ক সংকেত

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৮ দশমিক ৬ মাত্রার প্রবল ভূমিকম্পের পর বাংলাদেশসহ ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সুমাত্রার স্থানীয় সময় ৩টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পের পর বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে কয়েক দফা মৃদু ভূকম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর- ইউএসজিএসের তথ্য অনুযায়ী, সুমাত্রার ভূমিকম্পনের কেন্দ্র ছিল বান্দা আচেহ থেকে ৪৩৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে। প্রথমে ভূমিকম্পের মাত্রা ৮ দশমিক ৭ বলা হয়েছিল। পরে ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৮ দশমিক ৬ নির্ধারণ করে।

ভূমিকম্পের পরপরই প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। দেশগুলোর মধ্যে বাংলাদেশও আছে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের তৃতীয় সুনামি বুলেটিনে বলা হয়, সুনামি হলে বাংলাদেশের চট্টগ্রামে স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে ঢেউ এসে পৌঁছবে। এশিয়া প্রশান্তমহাসাগরীয় অঞ্চলে সুনামির ওপর নজর রাখা এ সংস্থাটি জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের বিভিন্ন পরিমাপ দেখে বোঝা যাচ্ছে ভূমিকম্পের ফলে সুনামির উৎপত্তি হয়েছে। তবে এর মাত্রা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
আপডেট জানার জন্য এখানে যেতে পারেন।
Latest Earthquakes in the World

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ