শনিবার, ১৪ এপ্রিল, ২০১২

History .... of knowledge



ইতিহাস
ইতিহাস শাস্ত্রের জনক গ্রীক ঐতিহাসিক হেরোডটাস। Historia শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন। এই Historia থেকেই উৎপত্তি হয়েছে ইংরেজি শব্দ History , যার বাংলা প্রতিশব্দ ইতিহাস। হেরোডটাসের উদ্দেশ্য ছিল-“যা সত্যি সত্যি ছিল বা সংঘটিত হয়েছিল,সে সর্ম্পকে অনুসন্ধান করা ও লেখা। 


র্অথনীতি
র্অথনীতের জনক এডাম স্মিথ ( Adam Smith ) । র্অথনীতি বা Economics শব্দটি গ্রীক শব্দ Oikonomia থেকে এসেছে,যার আভিধানিক র্অথ গৃহস'ালি বা অর্াথিক বিষয়াদির ব্যবস'াপনা। 


পৌরনীতি
পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ Civics,এটি ল্যাটিন শব্দ Civis ও Civitas শব্দ থেকে এসেছে। এদের র্অথ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। প্রাচীন গ্রীসে নাগরিক ও নগর রাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য গ্রীক র্দাশনিক প্লেটো ছিলেন নগর রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা।


ভূগোল
গ্রীক ভুগোলবিদ ইরাটসথেনিসকে বলা হয় ভূগোল বিদ্যার জনক। তিনি এ Geography শব্দটি প্রথম ব্যবহার করেন। Geography- এর বাংলা প্রতিশব্দ ভূগোল। Geo শব্দের র্অথ পৃথিবী এবং Graphy শব্দের র্অথ র্বণনা। সুতরাং পৃথিবীর র্বণনা বা বিবরণ হলো ভূগোল। 


সমাজ বিজ্ঞান
ফরাসী সমাজ বিজ্ঞানী অগাস্ট কোঁতে (August Conte) র্সবপ্রথম Sociology শব্দটি প্রর্বতন করেন। তাকে বলা হয় সমাজ বিজ্ঞানের জনক। Sociology বা সমাজ বিজ্ঞান শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ Socious (সমাজ) এবং Logos(জ্ঞান বা বিজ্ঞান) থেকে। সমাজ সর্ম্পকে জ্ঞান বা আলোচনা থাকে যে শাস্ত্রে তাই সমাজ বিজ্ঞান। 


জীব বিজ্ঞান
গ্রীক র্দাশনিক অ্যারিস্টটল জীব বিজ্ঞানের জনক। জীব বিজ্ঞান বা Biology শব্দটি এসেছে দুটি গ্রীক শব্দ Bios (জীবন) এবং Logos (জ্ঞান বা বিজ্ঞান) থেকে। যাদের জীবন আছে তাদের নিয়ে আলোচনাই হলো জীব বিজ্ঞান। 


উদ্ভিদ বিজ্ঞান
উদ্ভিদ বিজ্ঞানের জনক গ্রীক পন্ডিত থিওফ্রাসটাস (Theophrastus) । তিনি বিখ্যাত র্দাশনিক অ্যারিস্টটলের ছাত্র ছিলেন। তিনি সমস- উদ্ভিদকে Trees (বৃক্ষ) Shrubs(গুল্ম), Under shrubs (উপগুল্ম) এবং Herbs (্‌ঔষধি), এই চার ভাগে ভাগ করেন। 


প্রাণি বিজ্ঞান
মহাজ্ঞানী গ্রীক র্গাশনিক অ্যারিস্টটলকে প্রাণি বিজ্ঞানেরও জনক বলা হয়। তিনি র্সবপ্রথম প্রাণি বিজ্ঞানকে বিজ্ঞানের একটি শাখা হিসাবে প্রতিষ্ঠিত করেন। অ্যারিস্টটল “লেবেস” নামে একটা দ্বীপে একাধারে পাঁচ বছর বাস করে প্রাণীদের উপর গবেষণা করেন। প্রাণীদের সর্ম্পকে তিনি Historia Animalium নামে এক খানা জ্ঞানর্গভ ও তথ্যবহুল পুস-ক রচনা করেন। 


বীজ গণিত ও ত্রিকোণমিতি
আবু আব্দুল্লাহ ইবনে মূসা আল খাওয়ারিজমি (Abu Abdullah Ibn Musa Al-Khwarizmi) বীজ গণিত ও ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করেন । তার বিখ্যাত গ্রন' আল জিবর ওয়াল মুকাবিলা -এর নাম থেকে অ্যালজেবরা বা বীজ গণিত শব্দের উৎপত্তি। 


জ্যামিতি
জ্যামিতি গণিত শাস্ত্রের প্রাচীন শাখা। বুৎপত্তিগতভাবে জ্যামিতি বা Geometry শব্দের র্অথ ভূমির পরিমাপ। আনুমানিক খ্রিস্টর্পূব ৩০০ অব্দে গ্রীক পন্ডিত ইউক্লিড জ্যামিতির ইতস-ত বিক্ষিপ্ত সূত্রগুলোকে বিধিবদ্ধভাবে সুবিন্যস- করেন যা আধুনিক জ্যামিতির ভিত্তি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ