বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২

মন্ত্রীর এপিএসের গাড়িতে টাকা: তদন্ত কমিটিতে রেলের মহাপরিচালক

গাড়িতে টাকা পাওয়ার ঘটনায় রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটিতে রেলের মহাপরিচালক আবু তাহেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া রেলের নিরাপত্তা বাহিনীর ঢাকা বিভাগীয় কমান্ড্যান্ট এনামুল হককেও তদন্তের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রেল ভবনের যুগ্ম সচিব শশী কুমার সিংহ সাংবাদিকদের এ কথা জানান। 
শশী কুমার জানান, ইউসুফ আলীকে আগামী রোববার হাজিরা দিয়ে তাঁর বক্তব্য উপস্থাপনের জন্য চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি এনামুল হককেও চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

আইনশৃঙ্খলা বাহিনীকে এই তদন্তে অন্তর্ভুক্ত করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাব্যবস্থাপক (জিএম) ও কমান্ড্যান্টের বক্তব্য পাওয়ার পর প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হবে।
এদিকে, রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের বিষয়ে তদন্ত করবেন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) আখতারুজ্জামান। ১৫ এপ্রিল বেলা ১১টার মধ্যে এ বিষয়ে হাজিরা দেওয়ার জন্য তাঁকে চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আজ বিকেল পাঁচটায় সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছে তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ