২২ জুলাই (রেডিও তেহরান) : মার্কিন এবং দক্ষিণ কোরিয়ার রসায়নবিদরা কৃত্রিম এমন এক জাতের স্ফটিক তৈরি করেছেন যা আগের চেয়ে দ্বিগুণ কার্বন ডাই অক্সাইড শোষণ করতে ও জমা রাখতে পারবে। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস বা এমওএফ এ সব ক্রিস্টাল নামের ধাতু থেকে তৈরি এবং এগুলো খুবই ছিদ্রবহুল। কাঠামোগতভাবে স্থিতিশীল এ সব কৃত্রিম স্ফটিক খুব অল্প জায়গায় বেশি পরিমাণ গ্যাস গ্রহণ ও সংকোচন করতে পারে। কৃত্রিম এ সব স্ফটিক ব্যবহার করে বিজ্ঞানীরা পরিবেশবান্ধব ইঞ্জিন তৈরির কথা ভাবছেন। ইঞ্জিন চালু থাকলে সেখানে কার্বন-ডাই অক্সাইড তৈরি হয় এবং পরে তা পরিবেশে ছড়িয়ে পড়ে। প্রতিনিয়ত এভাবে ব্যাপক পরিমাণে কার্বন-ডাই অক্সাইড আবহমণ্ডলে ছড়িয়ে পড়ছে। এ সব কার্বন-ডাই অক্সাইড শেষ পর্যন্ত বিশ্বের তাপমাত্রা বাড়াচ্ছে। এ কারণে বাড়ছে সাগরের পানি ও পানির অম্লত্ব। ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলস বা ইউসিএলএর ন্যানো সিস্টেম ইন্সটিটিউটের ওমর ইয়াগির নেতৃত্বাধীন একটি গবেষক দল এর আগে তৈরি এমওএফ-177 নামের কৃত্রিম স্ফটিকের উন্নয়ন ঘটিয়ে এমওএফ-200 এবং এমওএফ-210 নামের দু'টো নতুন জাতের স্ফটিক তৈরি করেন। নতুন এ দুই স্ফটিকে দ্বিগুণ পরিমাণ গ্যাস মজুদ রাখা যাবে। রসায়ন ও জৈব রসায়নের অধ্যাপক ওমর ইয়াগি বলেন, অল্প জায়গায় বেশি গ্যাস মজুদ করতে হলে স্ফটিককে ছিদ্রবহুল হতে হবে। আর এ কারণে স্ফটিক তৈরিকারী কণিকার বহির্ভাগের বদলে তার ভেতরেও গবেষকরা ড্রিল করে ছোট ছোট ছিদ্র তৈরি করলে এ সব কণিকার গ্যাস মজুদ করার ক্ষমতা নাটকীয়ভাবে বেড়ে যায়। খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী, সায়েন্স-এর অনলাইন সংস্করণে প্রকাশিত নিবন্ধে অধ্যাপক ওমর উন্নত স্ফটিকের এ সব গুণের কথা জানান। এমওএফ-210 নকশা তৈরি করতে তাকে সাহায্য করেছেন সিউলের সুংসিল বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক জোহেওন কিম। তিনি জানান, এক গ্রাম এমওএফ আকারে চারটি চিনির বড়ির সমান এবং সমানভাবে এগুলোকে বিছিয়ে দেয়া হলে প্রতি গ্রাম এমওএফ ৫ হাজার বর্গমিটার সমপরিমাণ স্থানে ছড়িয়ে দেয়া যাবে। এ ছাড়া এক গ্রাম এমওএফ-200কে এভাবে ছড়িয়ে দেয়া হলে তা কয়েকটি ফুটবল মাঠের সমপরিমাণ স্থান দখল করবে। এমওএফ-200 এর এমন শুন্য স্থানে গ্যাস মজুদ করা হবে। এ দিকে, কিম জানান, এ সব উন্নত স্ফটিক অনেক কাজেই ব্যবহার করা যাবে। একদিকে এগুলো কার্বন-ডাই অক্সাইড মজুদের জন্য ব্যবহার হবে অন্যদিকে হাইড্রোজের মতো জ্বালানির কাজে ব্যবহৃত গ্যাসও এমওএফে মজুদ রাখা যাবে। কোমল পানীয়ের জন্য ব্যবহৃত প্লাস্টিকের বোতলে পাওয়া যায় টেরাপ্যাথালেট নামের সস্তা উপাদান ও জিংক অক্সাইড দিয়ে এমওএফ তৈরি করা যাবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন