সোমবার, ২ এপ্রিল, ২০১২

তুমি

আলো আঁধার আমরা দেখি প্রতিদিন
প্রকৃতিরই অংশ, রাত আর দিন
চাঁদ সূর্য বলয়ে ঘুরে ঘুরে
অমাবস্যা আর জ্যোৎস্না খেলা করে।

সুখ দুঃখ জীবনে আসে বার বার

হাসি কান্নায় মিলে মিশে জীবন পার
আনন্দ বেদনা একসাথে মিশে রয়
অনুভুতিগুলি জীবনেরই কথা কয়।

প্রকৃতির বিপরীত রূপ দেখি প্রতিদিনে

বৈপরীত্যের অনভুতির বাস শুধু মনে
বিপরীত অনুভুতি যখনি মনকে যায় চুমি
কারন খুঁজতে গেলে পাই সে যে "তুমি"।

বিপরীত বোধ খেলা করে মনে, আনন্দ আর বেদনার

বিপরীত অনুভুতি মনে রয়, তোমার থাকা আর না থাকার
যখনই তুমি নাই, কেঁপে ওঠে পায়ের নিচের ভুমি
কারণ খুঁজে পাই, পার্থক্য হয়ে রও শুধু "তুমি"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ