পাকিস্তানি পত্রিকার খবর
পাকিস্তানের সুপ্রিম কোর্টে আইএসআই-এর সাবেক প্রধান আসাদ দুররানির দেয়া
বক্তব্যের অনুলিপি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছে। রবিবার
পাকিস্তানের ইংরেজি দৈনিক দি নিউজ এ খবর দিয়েছে। খবরে বলা হয়, ইসলামাবাদে
বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আসাদ দুররানির বক্তব্য সংক্রান্ত এফিডেভিটের
কপি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। দি নিউজ পত্রিকায় এ খবর প্রকাশিত
হলেও গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে এর কোন সত্যতা পাওয়া
যায়নি। কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা
জানান, এফিডেভিট আসার কোন খবর নেই। পত্রিকার খবরের ভিত্তি নিয়ে সন্দেহ
প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, আসাদ দুররানি পাকিস্তানে ১৯৯১ সালের
সাধারণ নির্বাচনে আইএসআই তহবিলের ব্যবহার সংক্রান্ত বক্তব্য দেন সুপ্রিম
কোর্টে। বিভিন্ন দলের নেতা-কর্মীর তালিকাও দেয়া হয়। বিএনপি (বালুচ ন্যাশনাল
পার্টি) নামে দলকে তহবিল দেয়ার কথা বলেন দুররানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন