মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

এই মাঝ রাতে মেজাজটা এত খারাপ হইল, আগে জানলে আজ গুগলে ক্লিকই করতাম না


এই মাঝ রাতে এসে মেজাজটা এরকম খারাপ হইতেছে যে, মনে হচ্ছে কিছুক্ষণ পরই হার্ট এট্যাক হবে। গুগলের বাচ্ছায় করছেটা কি? আমরা হগ্গল বাঙালী মিলে কতদিন ধরে Google কাছে আবেদন নিবেদন করে আসছি আমাদের রক্তের বিনিময়ে পাওয়া মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে আমাদের মনোনীত Google Doodle লোগোটা ব্যবহার করার জন্য। কিন্তু হারামীর বাচ্ছায় ব্যবহার তো করেইনি, বরং কি ফাউল একটা লোগো দিয়া বইসা আছে। দেইখ্যাই তো মেজাজটা গেল বিগড়াইয়া। আজ নাকি Heinrich Rudolf Hertz জন্মদিন এই জন্য এইটা দিছে। আরে ব্যাটা এই জন্মদিনের চাইতে কি আমাদের ভাষা দিবসের মর্যদা কম? যদি সুবিধাজনক বিকল্প কিছু থাকতো, তাহলে আল্লার কসম আজকে রাতেই আমি Google এর বাচ্ছারে সারা জীবনের জন্য তিন তালাক দিতাম।

(ভাই উত্তেজিত বেশি হয়ে গেছি, মাইন্ড নিয়েন না)। আমাদের ছবি এবং গুগলের বাচ্ছার ছবিটা দেখেন তাহলে আপনার মেজাজও ১৪৮ ডিগ্রী এঙ্গেলে যাবে।

আমাদের Google Doodle 

আর গুলামের পুতের আজকের ফাউল মাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ