বুধবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১২

শিয়ামেন ইউনিভার্সিটি,ফুজিয়ান,চীন এ মাতৃভাষা দিবস উদযাপন

গত ২৮ ফেব্রুয়ারী,২০১২ শিয়ামেন ইউনিভার্সিটি,ফুজিয়ান,চীন এ আন্তঃর্জাতিক মাতৃভাষা দিবস কে আন্তঃর্জাতিক ভাবে উদযাপন করে শিয়ামেন ইউনিভার্সিটির বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা।
 
 
এতে বাংলাদেশ ছাড়া ও আরো ১০-১২ টি দেশ অংশগ্রহন করে।প্রথম এ স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর নিয়া তিনিং ,ডেপুটি ডীন আন্তঃর্জাতিক সম্পর্ক বিভাগ।
মাতৃভাষা দিবস ও এর ঐতিহাসিক পটতভূমি তুলে ধরেন জনাব এটিএম আব্দুর রউফ,এমএ ছাত্র আন্তঃর্জাতিক সম্পর্ক বিভাগ ও ফ্রাস্ট সিকিউরিটি,বাংলাদেশ দূতাবাস,বেইজিং।
 বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে মাতৃভাষা রক্ষার গুরুত্ত্ব তুলে ধরেন প্রফেসর শাই শুয়েচিন,আন্তঃর্জাতিক সম্পর্ক বিভাগ 
 এবং চীন এর দৃষ্টিকোণ থেকে মাতৃভাষা রক্ষার গুরুত্ত্ব তুলে ধরেন প্রফেসর ওয়াং হু,আন্তঃর্জাতিক সম্পর্ক বিভাগ।শিয়ামেন ইউনিভার্সিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর চং পিউ।এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। 
 প্রথমে (আমার ভাই এর রক্তে রাঙানো.........) দলীয় সংগীত হিসেবে উপস্থাপন করে মেডিকেল বিভাগ এর বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা।
 এরপর নাইজেরিয়ান ছাত্রী ভিভিয়ান গান পরিবেশন করে।মি.ওয়াং পরিবেশন করেন চীনা গান।
 এরপর মেডিকেল বিভাগ এর বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা পরিবেশন করে দলীয় সংগীত(সোনা সোনা সোনা লোকে বলে সোনা...)।
 গান পরিবেশন করে ইউএসএ এর এক ছাত্র।এরপর ভারতীয় ছাত্র পরিবেশন করে মনিপুরি গান।
ইতালিয়ান ছাত্রী একটি কবিতা আবৃতি করেন।মাতৃভাষা নিয়ে গান করেন চিলিয়ান ছাত্র জেভিয়ার।
 সব শেষে চীনা ছাত্রী একটি চীনা ক্যালিওগ্র্রাফী অংকন করেন।
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ