রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

চন্দ্রঘোনায় স্বামী বিবোধানন্দ সরস্বতী মহারাজের আবির্ভাব তিথি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন ও লক্ষ্য নিয়ে নয় মাসের সশস্ত্র যুদ্ধ করে বাংলাদেশ নামের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন ১৫ আগস্টের ঘটনার মধ্যদিয়ে তা পথভ্রষ্ট হয়েছে। অসামপ্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক।'
গত শুক্রবার রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলি তুলসিপাড়া গ্রামে পরমারাধ্য গুরুদেব যোগীপুরুষ বিশ্বপরিব্রাজকাচার্জ মানবপ্রেমিক সন্ন্যাসী স্বামী বিবোধানন্দ সরস্বতী মহারাজের ৫৯তম আবির্ভাব তিথি স্মরণে দুইদিনব্যাপী ধর্মসভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি একথা বলেন। রাঙ্গুনিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সন্তোষ ভূষণ দাশের সভাপতিত্বে ধর্মসভায় বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী ১০৮ স্বামী বিবোধানন্দ সরস্বতী মহারাজ, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্মসচিব অপরূপ চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় ট্রাস্টি রাখাল দাশগুপ্ত ও চন্দ্রঘোনা কদমতলি ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর। বক্তব্য রাখেন, মাগুরার শংকর বেদান্তমঠ ও মিশনের সংগঠক নৃপেন্দ্র নাথ শিকদার, বেদান্তমঠ ও মিশনের শিষ্য বাসুদেব কুন্ডু, প্রকৌশলী প্রকাশ ঘোষ, শেখর বিশ্বাস ও শৈবাল চক্রবর্তী প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ