মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

কোমল হাতে ভালোবাসার স্পর্শ



নিষ্পাপ ফুলের দিকে তাকালে মনের কোণে
হাজারও প্রশ্ন জাগে,এ কোন খেলাঘর?
নিষ্পাপ ফুলের কথা
অনুভবে অনুভূতি হলে ডুকরে ওঠে মন।
ওদের চোখের কোণে প্রশ্ন দেখে
অতল সাগরে হারিয়ে যায় ক্ষন।

ওদের জন্য এ কোন পৃথিবী, এ কোন সমাজ?
পাঁপড়ি মেলার শুরুতেই ঝরার শব্দ
রোদের কণায় ঢাকা অসময়ে মৃত্যু; 
শত শত ফুল ঝরে দেয় প্রতিদিন
ওদের হৃদয়ে স্পর্শের দাগ কাটেনা কখনও।

নরম, কোমল হাতে ভালোবাসার স্পর্শ
ছুঁতে দেয়না আর হিংস্র মানবেরা।

পাঁপড়ি নিয়ে শিকড়ের আকাশ ছোঁয়া স্বপ্ন
এঁকে যায় হৃদয়ের ক্যানভাসে।
কত শব্দ বুনে যায় কত অজানা কবিতায়।

স্বপ্নগুলো ধূলোর সাথে উড়িয়ে দেয় নিকস কালো আধারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ