রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

হলের সামনে থেকে ঢাবি ছাত্রী অপহৃত


রোকেয়া হলের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অপহৃত হয়েছে।


ফাতেমা-তুজ জোহরা নামে শান্তি ও সংঘর্ষ বিভাগের দ্বিতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে রোববার সকালে হলের সামনে থেকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয় বলে প্রক্টর জানিয়েছেন।

প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হলের সামনে অজ্ঞাত কিছু লোক জোর করে মাইক্রোবাসে মেয়েটিকে তুলে নিয়ে যায়।”

ওই ছাত্রী ডিভোর্সি বলে জানান প্রক্টর। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, শ্বশুরবাড়ির লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ