মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১২

২১এ ফেব্রুয়ারি এবং আমাদের আশেপাশের মানুষ জন.

কলেজের মেয়ে : ...ফুল ভালোবাশি....আমি শহিদ মিনার যাব, ছবি তুলব...এসএলআর...ক্লিক ক্লিক...ফেসবুকে ছবি দিব ! - হাজার টা লাইক এবং কমেন্ট।

কলেজের ছেলে : ফাইন্ড আ গার্ল, শিশা ওয়ার্ল্ডে নিয়ে চল...কে জানে তারপরে কি, অবশেষে এটি একটি বিশেষ দিন।

বস : তুমি তোমার ছুটি পেয়েছ ! এটা কে কাজে লাগাও...কিছু কাজ বাসায় নিয়ে যাও...ছুটি টা কে সঠিক ভাবে ব্যবহার কর !

পলিটিশিয়ান : আজকে আমাদের আলোচনা করতে হবে, সমাবেশ, মিছিল, মিটিং করতে হবে। (কালকে ঘুম থেকে উঠে সব ভুলে যেতে হবে আমরা আজ কি আলোচনা করলাম)

রাস্তার ছেলরা (টোকাই) : আজকে রমনায়,টিএসসিতে নাচ গান হইব, কিছু খাবার পাইমু :D

মিডিয়া : certainly amader vasha shohidder....umm significant work....what i wanna say....umm....(in banglish accent)

টিভি রেডিও : বষ্তা পচা টক শো, ড্রামা, পূর্ন প্রচার।

পত্রিকা : বেশি কিছু কাগজ প্রকাশ কর সাথে মানুষের ভাষন। (যেটার ভাজ কেউ খুলেও দেখে না)

দেশ প্রেমিক : ভাষা আন্দলনের ৬০ বছর আমরা কি পেলাম ? (হায়রে তুমি কি দিয়েছ দেশ কে ?)

দিন শেষে ভুলেই গেলাম কি নিয়ে দিন টা ছিল।

বিদ্র : বেশিভাগ মানুষদের আচরন নিয়েই পোষ্টটি লিখা, তাই বলে অবশ্যই সবাই একই রকম নয়, তাই কেউ মনে আঘাত নিবেন না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ