বাংলাদেশ সেনাবাহিনী গত বৃহস্পতিবার চট্টগ্রাম ক্যান্টনমেন্টের বালুচরা এলাকায় চ্যাপ্টার্ড এলাকার জনসাধারণকে চিকিৎসাসেবা দেয়ার উদ্দেশে একটি হাসপাতাল চালু করে। ২৫ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি উদ্বোধন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন, এনডিসি, পিএসসি।
সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের অর্থায়নে বাস্তবায়িত হাসপাতালটি ১৯৮১ সালে ডিসপেন্সারি হিসেবে যাত্রা শুরু করে। এই হাসপাতাল নির্মাণে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও পঞ্চাশ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। সবার জন্য উন্মুক্ত এই হাসপাতালটিতে রয়েছে ডায়াগনস্টিক ল্যাব, সকল ধরনের অপারেশন, বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও সুবিধা। সামরিক ও বেসামরিক চিকিৎসকরা এই হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করবেন এবং রোগীরা বহির্বিভাগে সকাল থেকে বিকাল পর্যন্ত সেবা পাবেন নামমাত্র মূল্যে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্টেশন কমান্ডার, কর্নেল এডমিনিস্ট্রেশন, কর্নেল স্টাফ ও অন্যান্য সামরিক কর্মকর্তাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন