মায়ানমার- বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ। কিন্তু তাকে নিয়ে কোথাও কিছু পড়ি না। তারা যখন সীমান্তে কাঁটা তারের বেড়া দেয় কেউ কিছু বলে না। ফেসবুক এ কেউ পেজ খুলে না। বলে না যখন নাসাকা আমাদের জেলেদের ধরে নিয়ে যায়, আমাদের জল সীমায় ঢুকে পড়ে নৌ বাহিনী নিয়ে। হাজার হাজার রোহিঙ্গা নিয়ে কে ভাবে??? ওহ!! মায়ানমার তো কেউ না। পৃথিবীতে দেশ তো ২ টাঃ ভারত আর পাকিস্তান
আমাদের কাছে ৭১ মানে পাকিস্তান আমাদের মারছে আর ভারত সাহায্য করছে(কেন তা এখানকার আলোচনা না)। অথচ আমরা ভুলে যাই আমেরিকা ৭১ এ পাকিস্তান কে কিভাবে সাহায্য করেছে। অস্ত্র, কূটনীতি এমনকি ৭ম নৌ বহর ও পাঠায় দিছিল! পাকিস্তানের সমান অপরাধি কি আমেরিকাও না? সমান না হলেও কাছাকাছি তো হয়া উচিৎ। শুধু আমেরিকা কেন ইউরোপ এর কেউ সেভাবে সাহায্য করে নি।
৭১ এ ভারতের দেয়া অস্ত্রের একটা বড় অংশ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এর দেয়া। আর জাতিসংঘে ভেটো না দিলে যুদ্ধ বিরতির নামে পাকিস্তান আর আমেরিকা এ দেশের মুক্তিকামি মানুষদের শেষ করে দিতো। অথচ আমেরিকার সেই অপরাধ আজ আমরা ভুলে গেছি, ভুলে গেছি রাশিয়ানদের সাহায্যের কথা।
পশ্চিমা দেশগুলোতে এখন মুসলিম মানেই সন্ত্রাসী, ঠিক যেমনটা আমাদের কাছে পাকিস্তানি মানেই রাজাকার আর ভারত মানেই দেশের শত্রু। সব মুসলিম যেমন সন্ত্রাসী না তেমন এই দুই ক্ষেত্রেও তা প্রযোজ্য। কত জন পাকিস্তানী/ ভারতীয় কে চিনি আমরা?? পাকিস্তানিরা কি আদৌ জানে ৭১ এ কি হয়েছিল??? ভারতীয়রা কি জানে আমাদের সীমান্তে কিভাবে মানুষ মরে গরু ছাগল এর মত??? জানার কথা না কারণ সব সরকার নিজের খারাপ দিক জনগনের কাছ থেকে লুকায়। এটাই চলে আসছে যুগ যুগ ধরে। আমরা চিনি উপর মহল এর কিছু লোক কে যাদের কাছে নিজের স্বার্থটাই আসল। তাতে কে মরে কে বাঁচে তারা দেখে না।
আমাদের দেশপ্রেম দেখানোর মাধ্যম এখন কাকে কতটুকু গালি দেয়া যায় তার উপর। যে যত বেশি গালি দিবে সে তত বেশি দেশপ্রেমিক। ভারত পাকিস্তান কিছু করলেই খারাপ আর অন্য দেশ আমাদের ক্ষতি করেও আমরা বাঙ্গালীদের চিরাচায়িত বোবা কানা রোগ দেখা দেয়। আর তাই ব্রিটিশরা ১৯০ বছর ধরে আমাদের সব লুট করলেও আজ তাদের পা চাটতে আমার দ্বিধা করি না, কেউ কিছু বলেও না।
পৃথিবীতে ভারত পাকিস্তান বাদেও দেশ আছে। যারা এখনও আমাদের পরোক্ষ ভাবে শোষণ করে যাচ্ছে আর আমরা ব্যস্ত নিজেদের নিয়ে ঝগড়া করতে। ৫ বছর এর দুর্নাম পরের ৫ বছর ওর। জানি না কবে এসব এর শেষ হবে, নাকি আদৌ হবে না............।
আমাদের কাছে ৭১ মানে পাকিস্তান আমাদের মারছে আর ভারত সাহায্য করছে(কেন তা এখানকার আলোচনা না)। অথচ আমরা ভুলে যাই আমেরিকা ৭১ এ পাকিস্তান কে কিভাবে সাহায্য করেছে। অস্ত্র, কূটনীতি এমনকি ৭ম নৌ বহর ও পাঠায় দিছিল! পাকিস্তানের সমান অপরাধি কি আমেরিকাও না? সমান না হলেও কাছাকাছি তো হয়া উচিৎ। শুধু আমেরিকা কেন ইউরোপ এর কেউ সেভাবে সাহায্য করে নি।
৭১ এ ভারতের দেয়া অস্ত্রের একটা বড় অংশ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এর দেয়া। আর জাতিসংঘে ভেটো না দিলে যুদ্ধ বিরতির নামে পাকিস্তান আর আমেরিকা এ দেশের মুক্তিকামি মানুষদের শেষ করে দিতো। অথচ আমেরিকার সেই অপরাধ আজ আমরা ভুলে গেছি, ভুলে গেছি রাশিয়ানদের সাহায্যের কথা।
পশ্চিমা দেশগুলোতে এখন মুসলিম মানেই সন্ত্রাসী, ঠিক যেমনটা আমাদের কাছে পাকিস্তানি মানেই রাজাকার আর ভারত মানেই দেশের শত্রু। সব মুসলিম যেমন সন্ত্রাসী না তেমন এই দুই ক্ষেত্রেও তা প্রযোজ্য। কত জন পাকিস্তানী/ ভারতীয় কে চিনি আমরা?? পাকিস্তানিরা কি আদৌ জানে ৭১ এ কি হয়েছিল??? ভারতীয়রা কি জানে আমাদের সীমান্তে কিভাবে মানুষ মরে গরু ছাগল এর মত??? জানার কথা না কারণ সব সরকার নিজের খারাপ দিক জনগনের কাছ থেকে লুকায়। এটাই চলে আসছে যুগ যুগ ধরে। আমরা চিনি উপর মহল এর কিছু লোক কে যাদের কাছে নিজের স্বার্থটাই আসল। তাতে কে মরে কে বাঁচে তারা দেখে না।
আমাদের দেশপ্রেম দেখানোর মাধ্যম এখন কাকে কতটুকু গালি দেয়া যায় তার উপর। যে যত বেশি গালি দিবে সে তত বেশি দেশপ্রেমিক। ভারত পাকিস্তান কিছু করলেই খারাপ আর অন্য দেশ আমাদের ক্ষতি করেও আমরা বাঙ্গালীদের চিরাচায়িত বোবা কানা রোগ দেখা দেয়। আর তাই ব্রিটিশরা ১৯০ বছর ধরে আমাদের সব লুট করলেও আজ তাদের পা চাটতে আমার দ্বিধা করি না, কেউ কিছু বলেও না।
পৃথিবীতে ভারত পাকিস্তান বাদেও দেশ আছে। যারা এখনও আমাদের পরোক্ষ ভাবে শোষণ করে যাচ্ছে আর আমরা ব্যস্ত নিজেদের নিয়ে ঝগড়া করতে। ৫ বছর এর দুর্নাম পরের ৫ বছর ওর। জানি না কবে এসব এর শেষ হবে, নাকি আদৌ হবে না............।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন