বাংলাদেশে জন্ম গ্রহনকারী তরুণী, ওকল্যান্ড ইউনিভার্সির অভিজাত পদক “কিপার অপ দি ড্রীম” লাভ করেছেন। আমেরিকান সিভিল রাইট নেতা র্মাটিন লুথার কিং এর মানবতাকামী স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে ওকল্যান্ড ইউনিভার্সিটি গত ২০ বছর থেকে ইউনিভার্সিটির শিক্ষা ও সমাজ সেবায় নিয়োজিত উল্লেখযোগ্য শিক্ষার্থীকে এই পদক এবং পদকের সাথে পাঁচ হাজার ডলারের বৃত্তিও প্রদান করা হয়। পদক প্রদান অনুষ্ঠান ইউনিভার্সটির উচ্চমানের কার্যক্রমের একটি।
গত ১৬ই জানুয়ারী ২০১২ইং, অনুষ্ঠিত এই পদক প্রদান অনুষ্ঠানে প্রায় এক হাজার দর্শক উপস্থিত ছিলেন। সুবহার সাথে এ বছর আরো দুজন ছাত্র এ পদক লাভ করে।
সুবহা হানিফকে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা, ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধিত্বকারী কংগ্রেস ও সিনেটে কর্তব্য পালন, ছাত্র সংগঠনে নেতৃত্ব প্রদান ও কমিউনিটিতে সেবা কার্যক্রম পরিচালনার জন্য এ পদকের যোগ্য বিবেচনা করা হইয়াছে। সুবহা তৃতীয় বর্ষে বায়োলজী বিষয়ে পড়াশুনা করছেন এবং ভবিষ্যতে পাবলিক হেলথে কাজ করার জন্য প্রস্থত হচ্ছেন।
সুবহা হানিফ মিশিগানের রচেষ্টার হীল্সএ পিতামাতা আবুবক্কর হানিফ, সাদেকা হানিফ ও ছোট বোন ফারহা হানিফের সাথে বসবাস করেন।
সুবহা জন্ম বাংলাদেশের সিলেট সদর উপজেলায়। তার দাদা আম্বরখানার মরহুম মোহাম্মদ শফিকুর রহমান ও নানা গোপশহরের মরহুম নূরুল ইসলাম দলা মিয়া।
সুবহা ভবিষ্যতে পাবলিক হেলথ বিষয়ে বাংলাদেশে কাজ করার স্বপ্ন দেখছেন।
গত ১৬ই জানুয়ারী ২০১২ইং, অনুষ্ঠিত এই পদক প্রদান অনুষ্ঠানে প্রায় এক হাজার দর্শক উপস্থিত ছিলেন। সুবহার সাথে এ বছর আরো দুজন ছাত্র এ পদক লাভ করে।
সুবহা হানিফকে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা, ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধিত্বকারী কংগ্রেস ও সিনেটে কর্তব্য পালন, ছাত্র সংগঠনে নেতৃত্ব প্রদান ও কমিউনিটিতে সেবা কার্যক্রম পরিচালনার জন্য এ পদকের যোগ্য বিবেচনা করা হইয়াছে। সুবহা তৃতীয় বর্ষে বায়োলজী বিষয়ে পড়াশুনা করছেন এবং ভবিষ্যতে পাবলিক হেলথে কাজ করার জন্য প্রস্থত হচ্ছেন।
সুবহা হানিফ মিশিগানের রচেষ্টার হীল্সএ পিতামাতা আবুবক্কর হানিফ, সাদেকা হানিফ ও ছোট বোন ফারহা হানিফের সাথে বসবাস করেন।
সুবহা জন্ম বাংলাদেশের সিলেট সদর উপজেলায়। তার দাদা আম্বরখানার মরহুম মোহাম্মদ শফিকুর রহমান ও নানা গোপশহরের মরহুম নূরুল ইসলাম দলা মিয়া।
সুবহা ভবিষ্যতে পাবলিক হেলথ বিষয়ে বাংলাদেশে কাজ করার স্বপ্ন দেখছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন