সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রদেশ শারজাহতে রান্না করার সময় চুলা হতে আগুন লেগে তিন বাংলাদেশী প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়। গত ২৯শে জানুয়ারী ২০১২ শারজাহস্থ শিল্প এলাকায় তাদের বাসস্থানে রান্না করার সময় গ্যাসের চুলা হতে আগুন লেগে তিন জনই গুরুত্বর ভাবে অগ্নিদগ্ধ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৩০শে জানুয়ারী চট্রগ্রামের আতুরার ডিপোর মুনীর উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫), গত ৩১ শে জানুয়ারী চট্রগ্রামের রাউজান কাগতিয়ার আবদুল মন্নানের ছেলে মোহাম্মদ জানে আলম (৩৫) এবং সর্বশেষ গত ১লা ফেব্রুয়ারী চট্রগ্রামের রাউজান এয়াছিন নগরের আবুল কালামের ছেলে মোহাম্মদ জামশেদুল আলম (২৪) মৃত্যু বরন করে (ইন্না নিল্লাহে ......রাজেউন)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন