বুধবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১২

এ লজ্জা কোথায় রাখি...


ভাষা জন্য শহিদ ভাইয়েরা,আমাদের ক্ষমা কোরো...
১৯৫২ থেকে ২০১২...মাঝে কেটে গেলো ষাটটি বছর,ভাষার জন্য আমার ভাইয়ের বুকে দেয়া রক্ত আমার স্মৃতিপটে চিরদিন অমলিন হয়ে থাকবে
কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি সত্যিকার অর্থেই সেই ত্যাগে মহিমা ধারন করতে পেরেছে...
এবারের বাংলা একাডেমীর প্রাঙ্গণ থেকে বইমেলায় আসা বিভিন্ন বয়সী দর্শনার্থীদের জিজ্ঞেস করা হয় একুশে ফেব্রুয়ারীতে কী হয়েছিল। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য মধ্য বয়সী রমণী থেকে ছোট্ট শিশুসহ অনেকেই পারেনি কোনো সদুত্তর দিতে। এক যুবক আবার বলে উঠলেন ৭ মাস যুদ্ধ করে এদিন আমরা স্বাধীন হয়েছি,বেশীরভাগেরই উত্তর এদিন অনেক বড় যুদ্ধ হয়েছিল। হায় দেশ। এরাই একদিন বাবা হবে,মা হবে। দেশের ভবিষ্যত এরাই। লজ্জা। লজ্জা। কী শিখছে আমাদের বাচ্চারা,আমাদের পরবর্তী প্রজন্ম? এরা করবে দেশ উদ্ধার? দেশের প্রতি নেই যাদের বিন্দুমাত্র টান।দেখতে দেখতে আরো একটি ভাষার মাস চলে গেলো,,, গ্লোবালাইজেশনের নাম করে এরা যে দেশ বিকিয়ে না দেবে ভবিষ্যতে, তা কি আমরা বলেতে পারি। এত শহীদের রক্ত কি তবে অর্থহীন হবে?

সেই ভিডিওটি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ