পিসি দিনদিন স্লো হয়ে যাচ্ছে? নতুন নতুন উইন্ডোজ লাগালে এত ফাস্ট চলে কিন্তু মাস যেতে না যেতেই এমন স্লো হয়ে যায় কেন?!
উইন্ডোজ পিসির এমন হাজারো সমস্যা সমাধানে খুবই কার্যকরী ও চমৎকার একটি সফটওয়্যার- Advanced SystemCare । এর প্রো ভার্সন একাধারে পারফর্মেন্স টিউন-আপ, anti-spyware, privacy protection এবং সিস্টেম ক্লিনিংয়ের কাজ করে দিতে পারে ।
সফটওয়্যারটার ফ্রি ভার্সনও আছে একটা কিন্তু ঐটায় বেশিরভাগ অপশনই ডিসেবেল করা। আমি চালাচ্ছি লেটেস্ট ভার্সন ৫.১ প্রো। পাইরেটেড ক্র্যাক/ প্যাচ না; এক্কেবারে অরিজিনাল লাইসেন্স কী দিয়ে
ডাউনলোড ও ইন্সটলঃ
এই লিঙ্ক থেকে প্রোগ্রামটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর “Upgrade”বাটনে ক্লিক করে “Enter license”- এ নিচের কোডটি দিয়ে দিন -
9C98A-D3624-7CC7E-137D4
ফ্রি থেকে প্রোফেশনাল ভার্সনে আপগ্রেড হয়ে যাবেন।
ব্যাস, খেল খতম! $১৯'র ASC Pro ফ্রিতে হজম!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন