রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১২

আশ্রাফ আলী থানভীর ফতোয়া তাবলীগীরাই অস্বীকার করে

তাবলীগ জামাত পন্থীরা আশ্রাফ আলী থানভীকে বড় মাপের আলেম হিসেবে মেনে থাকে এবং তার সকল ফতোয়া অনুসরণ করে যার অনেকগুলোই শরীয়ত পরিপন্থী। খেলাধুলা জায়িজ এবং ইঞ্জেকশন নিলে রোজা ভঙ্গ হয় না ইত্যাদি কুরআন শরীফ ও হাদীছ শরীফ বিরোধী ফতোয়া নির্দিধায় পালন করে থাকে। কিন্তু তারাই আবার থানভীর মত-বিরোধী কাজ করে থাকে। সাইয়্যিদুল আ’ইয়াদ মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে এবং কিয়াম সম্পর্কে থানভীর ফতোয়া তারা অস্বীকার করে এ দুটো বিষয়কে বিদায়াত ও কুফরী বলে । আশ্রাফ আলী থানভী তার ফতোয়ায়ে এমদাদিয়ায় ৩২০ পৃষ্ঠায় উল্লেখ করে, 'হুজুর পুর-নূর (সা.)-এর বেলাদত শরিফ (জন্মবৃত্তান্ত) বর্ণনা করার জন্য মাহফিল করা মোস্তাহাব, এতে কেয়াম করা কুফুরি নয়।' এখন তাদের নিকট প্রশ্ন তারা আসলে ইসলাম পালন করে না কি আশ্রাফ আলী থানভী কে অনুসরণ করে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ