আমাকে যে স্বর্গের কথা বলেছ তাও কিভাবে
ক্রমশ অলীক হয়ে যায়
'ধাতুর আকরগুলো ভালোবাসায় গলে যায়'
আর একেকটি চোখ হ্রদের মতো ঝিলকায়
তবু কোন ফাঁক ফোকরে মাছেদের চোখ
হিম স্ফটিক গর্ভের ভেতর
বিস্ফারিত চেয়ে থাকে
পড়ে থাকে ডুকরানো কান্নার প্রতিধ্বনি
পড়ে থাকে প্রতিশ্রুতির নুন, উন্মুখর হাওয়া
পড়ে থাকে চিৎকার আর স্তব
তোমার স্বর্গ থেকে নেমে আসে ক্রুশ
আর আমরা বিদ্ধ হতে থাকি বিদ্ধ হতে থাকি
কেবলি বিদ্ধ হতে থাকি
ক্রমশ অলীক হয়ে যায়
'ধাতুর আকরগুলো ভালোবাসায় গলে যায়'
আর একেকটি চোখ হ্রদের মতো ঝিলকায়
তবু কোন ফাঁক ফোকরে মাছেদের চোখ
হিম স্ফটিক গর্ভের ভেতর
বিস্ফারিত চেয়ে থাকে
পড়ে থাকে ডুকরানো কান্নার প্রতিধ্বনি
পড়ে থাকে প্রতিশ্রুতির নুন, উন্মুখর হাওয়া
পড়ে থাকে চিৎকার আর স্তব
তোমার স্বর্গ থেকে নেমে আসে ক্রুশ
আর আমরা বিদ্ধ হতে থাকি বিদ্ধ হতে থাকি
কেবলি বিদ্ধ হতে থাকি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন