রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

কাতারে ডাঃ দীপু মনির সম্বর্ধনা


গত ১৪ই ফের্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপুমনিকে সম্বর্ধনা দিয়েছেন কাতার প্রবাসীরা। বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত মুহম্মদ শাহদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কাউন্সিলর নাসিরউদ্দীন, শ্রম সচিব মাকসুদুর রহমান, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী শামসের আলম, পররাষ্ট্রমন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা সাঈদা রহমান, স্থানীয় বাংলাদেশ আওয়ামীলীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, যুবলীগ, আলক্বারিব, জাতীয় পার্টি, ও প্রকৌশলী, ডাক্তার, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী দুদিনের রাষ্ট্রীয় সফরে কাতার এলে তাঁকে এই সম্বর্ধনা দেয়া হয়। তিনি যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত, পদ্মাসেতু, টিপাইমুখ বাধ, সীমান্তে মানুষ হত্যা, সাংবাদিক দম্পতি সাগর-মেহেরুন রুনির খুনিদের দ্রুত গ্রেফতারসহ প্রবাসীদের নানা প্রশ্নের সন্তোষজনক জবাব দেন। মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন এবং গত তিন বছরে বাংলাদেশের প্রায় ৭০ হাজার লোক কাতারে এসেছেন বলে দাবী করেন। তিনি কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ বিন জাসেম আলথানী ও কাতারের সর্বোচ্চ নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে দুরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মন্ত্রী আগামী দুয়েক বছরে নানান বিভাগে কাজ নিয়ে বাংলাদেশ থেকে আরো একলক্ষ্য লোক কাতারে আসবেন মর্মে কাতার কর্তৃপক্ষ অত্যন্ত আগ্রহের সাথে জানিয়েছেন বলে জানান। পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপুমনি ২০২১ সালের ভিশন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে দেশ এবং বিদেশে প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পৃষ্ঠাসমূহ